প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৮:১৩ PM
দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়ন এর বিরুদ্ধে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকার সর্বস্তরের জনগন।
জানা যায়, ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার ) সকালে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কাশর বাজারের গুরুত্বপূর্ণ অংশ পদক্ষিন শেষে চৌরাস্তায় মিলিত হয়। এ সময় ধর্ষণ ও ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষুব্ধ বিভিন্ন স্লোগানে ফুঁসে ওঠে উত্তেজিত জনতা। উক্ত বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, এ দেশে নারী নিপীড়ন ও ধর্ষণ দেখতে চাইনা, ধর্ষকদের অনতিবিলম্বে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে এবং দ্রুত সময়ে বিচার কার্য শেষ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানান। এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ, মিলন,রবি নাফিস,জাহিদুল প্রমূখ।