বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


চল্লিশে রোনালদোর নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:২৪ PM

চল্লিশ পেরিয়ে পর্তুগিজ তারকার ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবলে এই সময়টাকে বুড়ো হিসাবে ধরা হয়। বয়সের এই সীমায় আসার আগেই বেশিরভাগ ফুটবলার অবসর ঘোষণা করেন। কিন্তু এই সময়ে রোনালদো ব্যতিক্রম। তিনি দিব্যি খেলা চালিয়ে যাচ্ছেন। আর তার ক্যারিয়ারের গোলের হিসাব করলে দেখা যায়, তিরিশের আগে তিনি ৪৬৩টি গোল দিয়েছেন।

আর তিরিশের পরে গোল দিয়েছেন ৪৬৪টি। এতেই রোনালদো সমালোচকদের বুঝিয়ে দিয়েছেন, বুড়ো রোনালদোর ক্ষিপ্রতা সামান্যও কমেনি। যেন আরও তীব্র ক্ষুরধার করেছেন। এফসি চ্যাম্পিয়নস লিগে ইরানি ক্লাব এস্তেগলালের বিপক্ষে তারুণ্যকে ছাড়িয়ে যাওয়া গোলটি করেন রোনালদো। তার এই গোলে সৌদি ক্লাব আল নাসর জিতেছে ৩-০ গোলে। এর ফলে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে (প্রথম লেগ গোল শূন্য ড্র হয়েছিল) শেষ আটে পৌঁছে গেল আল নাসের। 

এদিকে নিজের ক্যারিয়ারের ৯২৬তম গোল করে গত সপ্তাহেই ছুঁয়েছিলেন অনন্য এক মাইলফলক। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল নাসরের হয়ে গোল করে আরেকটি নতুন ইতিহাস রচনা করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩০ বছর ছোঁয়ার আগে ক্যারিয়ারে যত গোল করেছিলেন, ৩০ বছরের পর তার চেয়েও বেশি গোল করে অনন্য এক রেকর্ড গড়লেন সিআর সেভেন। ২০০২ সালে ১৭ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার শুরু রোনালদোর। এরপর ১৩ বছরে জাতীয় দল ও ক্লাব ফুটবলে রোনালদো করেছেন ৪৬৩ গোল। ৩০ ছোঁয়ার পর যেন রোনালদোর গোল করার নেশা আরও বেড়েছে। গত সপ্তাহের পাওয়া গোলে শেষ ১০ বছরে রোনালদো করেছিলেন আরও ৪৬৩ গোল। 

ত্রিশের বছরের আগে-পরে একই সংখ্যক গোল করা প্রথম ফুটবলার বনে গিয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এস্তেঘলালের বিপক্ষে বল জালে জড়িয়ে নিজের ক্যারিয়ারের ৯২৭তম গোলের দেখা পান রোনালদো। ৩০ বছরের পর রোনালদোর গোলসংখ্যা এখন ৪৬৪, যা তার ৩০ বছরের আগের গোলের চেয়েও বেশি। ৩০ ছোঁয়ার আগে-পরের গোলসংখ্যার এমন ফারাক ফুটবল ইতিহাসে এই প্রথম। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০২ ম্যাচে ৯১ গোল পেয়েছেন রোনালদো। ৯২৭ গোলে রোনালদোই পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। রোনালদোর সামনে এখন ফুটবল ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ১০০০ গোলের অবিশ্বাস্য রেকর্ড ছোঁয়ার হাতছানি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
প্রফেসর ড. কুদরত জম্মদিনে মালদ্বীপে ইফতারি বিতরণ
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল কেনার অভিযোগে যুবক গ্রেফতার, এএসআই শফিকুলের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
শেরপুরে মহান স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ
শেরপুরের ঐতিহাসিক মাই সাহেবা মসজিদে প্রতিদিন ৬ শতাধিক মানুষ ইফতার করছে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com