বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


সৌদি যুবরাজের সঙ্গে জেলেনস্কির বৈঠক, ‍যুদ্ধ বন্ধের আশা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১:৫০ PM

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূতের সাক্ষাৎ ও রিয়াদে আজ মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের বৈঠকের আগে আগে এই বৈঠক সারলেন জেলেনস্কি।

বৈঠক শেষে সৌদি যুবরাজের প্রশংসা করেন জেলেনস্কি। বলেন, ''সৌদির যুবরাজ প্রকৃত শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি।'' জেলেনস্কি জানিয়েছেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।  সৌদি আরবের সংবাদসংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের ওপর জোর দিয়েছেন। 

শান্তি আলোচনা

সৌদি আরবে মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনা হবে।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের প্রতিনিধিদলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।  জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছে। তার আশা, এই আলোচনার ফলে যুদ্ধ বন্ধের পথ খুলে যাবে। 
এক্স-এ পোস্ট করে জেলেনস্কি বলেছেন, ''আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে।''
কিছুদিন আগে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্যে বাদানুবাদ হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সৌদির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের দূত মস্কোতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে বার্তাসংস্থা রয়টার্স ও ব্লু মবার্গ জানিয়েছে।
উইটকফ হলেন মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের দূত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কটিয়াদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কটিয়াদীতে শিশু অপহরণ ১৬ ঘণ্টা পর উদ্ধার আটক তিনজন
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
সাত মাসে দেড়শতাধিক কারখানা বন্ধ: শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান
বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২৫শে মার্চের কালরাত্রি: আমার দেখা ১৯৭১
মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com