প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৮:০৪ PM
কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। "দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, প্রাণ বাঁচায় ক্ষয়ক্ষতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।