প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৭:৫৯ PM
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন করেছেন সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (১০মার্চ) দুপুরে সোনারগাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ। মিছিলটি মোগরাপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেন। তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে, যা সামাজিক অবক্ষয়ের চরম উদাহরণ। এসব অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন বলেন, সমাজে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধু আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার ও প্রশাসনের আরও কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান জানান এবং ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী গণসচেতনতা গড়ে তোলার উপর জোর দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ শিকদার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু, মাহমুদা আক্তার ও হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা হোসাইন মাহামুদ প্রমুখ।