বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


অপরাধ কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করল কওমীর শিক্ষার্থীরা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৭:৪০ PM

সারা দেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহ ত্রিশালে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন কওমি মাদরাসার  শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বিকেলে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেন। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আল ইহসান তলাবা পরিষদের, ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।  

কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেওয়া হাফেজ হাফিজুর রহমান বলেন, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে আর কোনো চাঁদাবাজি, রাহাজানি হবে না। কিন্তু এখন প্রতিনিয়তই সেটা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এসবের বিচার চাই। দেশে প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয়, তাদের ফাঁসি চাই। ধর্ষকদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ, কিন্তু আমাদের সরকার সেই জনগণের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না।’

আশরাফুল হক  নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে, যেখানে রাস্তায় নামতে কেউ ভয় পাবে না। মানুষ এখন ছিনতাই–ডাকাতির আতঙ্কে সড়কে নামতে ভয় পাচ্ছে।’
দেশজুড়ে প্রতিদিন ছিনতাই, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে উল্লেখ করে সানাউল্লাহ  নামের এক শিক্ষার্থী বলেন, ‘মানুষ আতঙ্কে আছে। অনেকে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। আমরা নিরাপদ নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
প্রফেসর ড. কুদরত জম্মদিনে মালদ্বীপে ইফতারি বিতরণ
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল কেনার অভিযোগে যুবক গ্রেফতার, এএসআই শফিকুলের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
শেরপুরে মহান স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ
শেরপুরের ঐতিহাসিক মাই সাহেবা মসজিদে প্রতিদিন ৬ শতাধিক মানুষ ইফতার করছে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com