প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৪৭ PM
‘কিং অব পপ’খ্যাত আমেরিকান মিউজিক লেজেন্ড মাইকেল জ্যাকসন। ক্যারিয়ার উপহার দিয়েছেন তুমুল জনপ্রিয় গান। সবসময় স্পট লাইটের আলোতে থাকতেন। একই পথে হাঁটছেন জ্যাকসন কন্যা প্যারিসও।
সম্প্রতি ফ্রান্সে আন্তর্জাতিক ‘ফ্যাশন শো’তে প্যারিসর কালো স্বচ্ছ পোশাক নিয়ে জোর সমালোচনা নেট দুনিয়ায়। তিনি যে কালো স্বচ্ছ পোশাক পরিধান করেছেন তাতে স্পষ্ট স্তনবৃন্ত। নেই কোনো অন্তর্বাস। তাতে আবার অসংখ্য ছিদ্র। র্যাম্পে নজর কাড়লেও সইতে হয়েছে অনুরাগীদের তির্যক সমালোচনাও। এবার পোশাক নিয়ে মুখ খুললেন তিনি।
তিনি বলেন, ‘পোশাক নিয়ে প্রত্যেকের মতামত ভিন্ন। আমি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। তবে বুঝতে পারছি না এই বিষয়টি নিয়ে এত আলোচনা কেন? শুধুই স্তনবৃন্ত দেখা গিয়েছে। এটা কোনো বড় কথা নয়। পশুরা পোশাক পরে না। মানুষেরও পশুর মতো শরীর রয়েছে। তাই নরমাল ইস্যুকে বড় করে দেখার কিছু নেই। পৃথিবীতে আরও অনেক বড় কাজ রয়েছে।’
‘নিপল ফ্রি মুভমেন্ট’ সমর্থনে তার এমন সাহসী পদক্ষেপ বলে মনে করছেন অনেক অনুসারী। এর আগে জনপ্রিয় মডেল বেলা হাদিদ এবং মার্কিন পপ তারকা কেনি ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কাকে নগ্ন অবস্থায় দেখা গিয়েছিল।