প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৭:০৪ PM
দেশব্যাপী যৌথবাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযান মিলিয়ে ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই বিশেষ অভিযানসহ অন্যান্য অভিযানে শুক্রবার থেকে আজ পর্যন্ত ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে দুটি এক নলা বন্দুক, ১০ রাউন্ড গুলি, ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রামদা, একটি করে দা, ছুরি, দুটি লোহার রড ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ওই ঘটনায় বেশ কয়েকজনের আহতের ঘটনার পর বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযান শুরু করে যৌথবাহিনী। সেই অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হন ১২ হাজারের বেশি ‘ডেভিল’। পাশাপাশি গ্রেফতার করা হয় অন্যান্য মামলার অনেক আসামিকেও।