বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


বাফটায় সেরা মাইকি ম্যাডিসন
রিমন মাহফুজ
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ PM

গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতে নেয় শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। একজন স্ট্রিট ড্যান্সার ও রাশান গ্যাংস্টারের ছেলের প্রেমকাহিনি প্রশংসায় ভেসে গিয়েছিল। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন তরুণ মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। এ বছর ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন তিনি। ১৬ ফেব্র“য়ারি রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসেছিল বাফটার ৭৮তম আসর। সঞ্চালনা করেন ডেভিড টেনান্ট। এ বছর সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’ সিনেমাটি। সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কনক্লেভ’। এডওয়ার্ড বার্গার নির্মিত সিনেমাটি তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত রবার্ট হ্যারিসের একই নামের উপন্যাস অবলম্বনে। যদিও সেরা সিনেমার দৌড়ে ছিল ‘আনোরা’, ‘দ্য ব্র“টালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘এমিলিয়া পেরেজ’। হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে সিনেমা ‘দ্য ব্র“টালিস্ট’। ছবিটির নির্মাতা ব্র্যাডি করবেট জিতে নিয়েছেন সেরা ছবির পুরস্কার। এর আগে গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে নির্মাতা বলেছিলেন, ‘অনেকেই বলেছিল সাড়ে তিন ঘণ্টার এই সিনেমা কে দেখবে!’ ‘দ্য ব্র“টালিস্ট’-এ অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’-এর জন্য ২৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন ব্রডি। এরপর সে রকম কোনো কাজে দেখা যায়নি তাকে। ‘দ্য ব্র“টালিস্ট’ দিয়ে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেওয়া ব্রডির জন্য এই পুরস্কার অন্যরকম। ‘দ্য ব্র“টালিস্ট’-এর মতো রোমান পোলানস্কির সে ছবিতেও এক ইহুদির চরিত্রের অভিনয় করেছিলেন, যে গণহত্যা থেকে বাঁচার চেষ্টা করছিল। বাফটায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে ‘ওয়ালেন্স অ্যান্ড গ্রোমিট: ভেনজেন্স মোস্ট ফাউল’। ছবিটি নির্মাণ করেছেন নিক পার্ক ও মার্লিন ক্রোসিংহাম। মনোনয়নে এগিয়ে ছিল ‘ফ্লো’, ‘ইনসাইড আউট ২’, ‘দ্য ওয়াইল্ড রোবট’। ক্রিস্টোফার রিফ ছিলেন মার্কিন অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি ডিসি কমিকের সুপারহিরো সুপারম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র ‘সুপারম্যান’-এ অভিনয় করে তিনি বাফটা পুরস্কার অর্জন করেন। ১৯৮৫ সালে এক দুর্ঘটনায় পক্ষাঘাতের পর তিনি পক্ষাঘাতগ্রস্তদের অধিকার নিয়ে কাজ করছিলেন। তাকে নিয়েই তৈরি হয়েছে তথ্যচিত্র ‘সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’। এ তথ্যচিত্রই বাফটায় সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে। মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে অস্ত্রোপচার করে সে নারীতে রূপান্তরিত হবে। এ গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’। শুরুতে তেমন আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। চলতি বছর গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। বাফটায় সিনেমাটি জিতেছে সেরা ইংরেজি ভাষার বাইরের সিনেমার পুরস্কার।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
প্রফেসর ড. কুদরত জম্মদিনে মালদ্বীপে ইফতারি বিতরণ
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল কেনার অভিযোগে যুবক গ্রেফতার, এএসআই শফিকুলের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
শেরপুরে মহান স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ
শেরপুরের ঐতিহাসিক মাই সাহেবা মসজিদে প্রতিদিন ৬ শতাধিক মানুষ ইফতার করছে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com