বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন তারুণ্যের উৎসব-২০২৫
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৩ PM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গৃহীত সারা বাংলাদেশে ১ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ মেয়াদে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানকে প্রতিপাদ্য করে "তারুণ্যের উৎসব-২০২৫" অনুষ্টিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত সকল ক্রীড়া সংস্থা নিজ নিজ উদ্যোগে নানারকম কর্মসূটি গ্রহন করছে। বাংলাদেশ প্রোবল এসোসিয়েশন ১৫ ফেব্রুয়ারী ২০২৫ রোজ শনিবার দিনব্যাপী ধানমন্ডি'র মহিলা ক্রীড়া কমপ্লেক্সে " ছেলে ও মেয়েদের থ্রোবল টুর্ণামেন্ট, স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য প্রশিক্ষন কর্মসূচী এবং আনন্দ ব্যালী'র আয়োজন করে। ছেলেদের বাংলাদেশ জেল, গ্লোরিয়ার্স স্পোর্টিং ক্লাব এবং মেয়েদের আমিনবাগ স্পোটিং এবং গাজীপুর ক্রীড়া সংঘ থ্রোবল খেলায় অংশ নেয়। ছেলেদের খেলায় বাংলাদেশ জেল এবং মেয়েদের খেলায় গাজীপুর ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজিত উৎসবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পাক্ষিক ক্রীড়া জগত পত্রিকার সম্পাদক জনাব মাহমুদ হোসেন খান দুলাল, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী, বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ হারুন, বাসস এর বিশিষ্ঠ সাংবাদিক জনাব আতাউর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব এম.এ. সালাম শান্ত, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব জনাব মাকসুদা আক্তার মাসু এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নির্বাহী সদস্য জনাব মো: শরীফুল ইসলাম স্বপন। সকল অতিথিবৃন্দ সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত তারুণ্যের উৎসবে উপস্থিত থেকে থ্রোবল খেলা, থ্রোবল প্রশিক্ষন ও আনন্দ ব্যালিতে অংশগ্রহনসহ বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি ও উৎসব আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব শামীম আল মামুন। অনুষ্ঠানে বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আতাউর রহমান সভাপতিত্ব আরও যারা উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য জনাব করিমুল হক, সুবোল কুমার ঘোষ, জহিরুল ইসলাম, করি হোসেন, ঝরণা আক্তার, হেলাল উদ্দিন, সীমা আক্তার। উক্ত উৎসবে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে এবং থ্রোবল প্রশিক্ষন ও আনন্দ র‍্যালিতে অংশ নেয়। ফয়জুর রহমান আইডিয়াল ইন্সটিটিউট, চিড়িয়াখানা বোটানিক্যাল হাইস্কুল, বি এফ শাহীন স্কুল এন্ড কলেজ, উত্তর কাফরুল উত্তে বিদ্যালয়, এস পি এস সি স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ, ভাষানটেক স্কুল এন্ড কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ও শারীরিক শিক্ষকমন্ডলী।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
সাত মাসে দেড়শতাধিক কারখানা বন্ধ: শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান
বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা
বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান
সমৃদ্ধ এশিয়া গড়তে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২৫শে মার্চের কালরাত্রি: আমার দেখা ১৯৭১
মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com