প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩১ PM
গাজীপুর জেলার পিরুজালী ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাখাওয়াত আল সিয়াম। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে সাখাওয়াত আল সিয়াম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে মহান আল্লাহ তায়ালার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, যারা ফ্যাসিস্ট শাসনের পক্ষে অবস্থান নিচ্ছেন, তারা সাবধান হোন। শহীদের রক্ত কখনো বৃথা যাবে না, শহীদের রক্ত দিচ্ছে শ্লোগান নৌকা আর তীরে বিড়বেনা, সব জায়গায় লিখে দাও দিল্লির দাসি আর ফিরবে না, দেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে সোচ্চার ।
শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন, গাজীপুরের জাতীয়তাবাদীর স্বচ্ছ রাজনীতিবিদ গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদুল কবির মোনায়েম। পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন মুন্সী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বেপারী, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লাইজুদ্দিন, গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু বকর সিদ্দিক, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম তন্ময়, বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ শুধু একটি কর্মসূচি নয়, এটি মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাখাওয়াত আল সিয়াম ও পিরুজালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সামিউল ইসলাম তন্ময়। কর্মসূচির মাধ্যমে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন।