| শিরোনাম: |
শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় কয়েকজন তরুণের বিরুদ্ধে ব্যাট দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান তালুকদার ওরফে লেমন (৩২)। হাবিবুর শেরপুর পৌরসভার দিঘারপাড় এলাকার ধান–চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করতেন। গতকাল শনিবার রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। এর আগে গত শুক্রবার বিকেলে কয়েকজন তরুণ দিঘারপাড় এলাকার চালকলে হাবিবুরকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। হাবিবুর রহমানের স্বজন কামরুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হাবিবুর রহমানের লাশের ময়নাতদন্ত হবে। এরপর লাশ বাড়িতে আনা হবে।