শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
ডিসিদের ‘উত্তম নির্বাচনের’ বার্তা দেবে ইসি
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৪৩)
চলমান সম্মেলনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে যেকোনো মূল্যে আগামী নির্বাচন ভালোভাবে করতে ডিসিদের বার্তা দেবে নির্বাচন কমিশন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান। নির্বাচন কমিশনার বলেন, ইসি বিশ্বাস করে, এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে ইনশাহআল্লাহ। একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যেকোনো মূল্যে একটি করতে হবে- এ মেসেজটি আমরা (ডিসিদের) দেওয়ার চেষ্টা করব।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ডিসিদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এখানে আমাদের বার্তা থাকবে- যেহেতু ইসির কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব (রিটার্নিং অফিসার) পালন করেন। পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনী থাকে। মাঠ প্রশাসন যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রতিপালন করে সে বিষয়ে কঠোর তাগিদ দেওয়া হবে।

এ সময় তিনি জানান, তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যদি মনে করে কোনো জেলায় নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, কমিশন কঠোরভাবে সে সিদ্ধান্তে অটল থাকবে। মাঠ প্রশাসন যেন কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নির্বাচন কমিশনের নজর রয়েছে। ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এ মাঠ প্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেসার থাকবে না; কোনো ধরনের প্রভাব থাকবে না বলে জানান এই নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা বলতে আরও সময় লাগবে। এ বিষয়ে আমরা এখনও কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দেবে, সময়ই আমাদের গাইড করবে। সময়ই বলবে আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক
দেশি মুরগি ৬০০ রুই ৪০০, মধ্যবিত্তের শেষ ভরসা এখন ব্রয়লার
গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ: আমীর খসরু
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com