প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ PM
সৌন্দর্য নিয়ে দুটি কথা প্রচলিত রয়েছে। প্রথমত, সৌন্দর্য কোনো বয়সের ওপর নির্ভর করে না। আর দ্বিতীয়ত, সৌন্দর্য দেখার দৃষ্টিভঙ্গি একেক জনের একেক রকম। তাই বলা যায় এই দুটো বিষয়ই একরকম মিথ। তবুও অনেকে জানতে চান, ঠিক কোন বয়সে নারী সবচে সুন্দর থাকেন?
কেউ বলেন নারীরা ১৮ তে সবচে আকর্ষণীয়। কেউবা ভাবেন ২০ বা ২৫ এ। আসলে নারীর বয়স আর সৌন্দর্য নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে থাকেন পুরুষরা। ঠিক কোন বয়সে নারীদের সবচেয়ে সুন্দর দেখায় সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। তবে অনেক গবেষণার ফল অনুযায়ী, নারীরা একটি বিশেষ বয়সেই সবচেয়ে বেশি সুন্দরী হয়ে ওঠেন। কী বলছে গবেষণা?
সৌন্দর্য একটি ব্যক্তিগত উপলব্ধির বিষয় এবং সমাজ ও সংস্কৃতির ওপর নির্ভর করে এর পরিবর্তন হয়। এই বিষয়টিকে বোঝার জন্য নর্ডকেম (Nardchem) নামে একটি সংস্থা একটি গবেষণা পরিচালনা করে। বলা হয়, ২০ থেকে ৩০ বছর বয়সের নারীরা ১৮-১৯ বছর বয়সীদের তুলনায় বেশি আকর্ষণীয় হন। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে নারীরা মানসিকভাবে আরও পরিণত হন, আত্মনির্ভরশীল হয়ে ওঠেন এবং নিজেদের গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে তোলেন। যা তাদের ব্যক্তিত্ব আর শারীরিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে।
এই গবেষণায় প্রায় ১৬ হাজার নারী অংশ নিয়েছিলেন। তারা স্বীকার করেছেন যে ২৩ থেকে ২৭ বছর বয়সের মধ্যে তাদের সবচেয়ে সুন্দর দেখায়। আসলে, এই বয়সে নারীরা আরও পরিণত হয়ে ওঠেন, যা তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে।
'অ্যালুর' (Allure) নামক সংস্থার করা একটি গবেষণায় জানা যায়, পুরুষদের মতে নারীরা ২৯ বছর বয়সে সবচেয়ে আকর্ষণীয় অন্যদিকে, নারীরা নিজেদের সৌন্দর্যের চূড়ান্ত বয়স হিসেবে বেছে নিয়েছেন ৩১ বছরকে।
'অ্যালুর' এবং আরেকটি সংগঠনের যৌথ গবেষণায় ২০০০ জনের ওপর আরেকটি সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, পুরুষ ও নারীরা উভয়েই মনে করেন, ৩০ বছর বয়সে নারীরা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেন। গবেষণার ফল এমন কিছু বললেও, কার চোখে কাকে কোন বয়সে আকর্ষণীয় লাগে এটি একান্তই নিজস্ব বিষয়। আপনার মত কী? কোন বয়সে নারীদের সবচেয়ে সুন্দর দেখায় বলে মনে করেন? মতামত জানান কমেন্টে।