বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


নারীরা সবচেয়ে বেশি আকর্ষণীয় কোন বয়সে?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ PM

সৌন্দর্য নিয়ে দুটি কথা প্রচলিত রয়েছে। প্রথমত, সৌন্দর্য কোনো বয়সের ওপর নির্ভর করে না। আর দ্বিতীয়ত, সৌন্দর্য দেখার দৃষ্টিভঙ্গি একেক জনের একেক রকম। তাই বলা যায় এই দুটো বিষয়ই একরকম মিথ। তবুও অনেকে জানতে চান, ঠিক কোন বয়সে নারী সবচে সুন্দর থাকেন? 

কেউ বলেন নারীরা ১৮ তে সবচে আকর্ষণীয়। কেউবা ভাবেন ২০ বা ২৫ এ। আসলে নারীর বয়স আর সৌন্দর্য নিয়ে প্রায়ই বিভ্রান্তিতে থাকেন পুরুষরা। ঠিক কোন বয়সে নারীদের সবচেয়ে সুন্দর দেখায় সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। তবে অনেক গবেষণার ফল অনুযায়ী, নারীরা একটি বিশেষ বয়সেই সবচেয়ে বেশি সুন্দরী হয়ে ওঠেন। কী বলছে গবেষণা?

সৌন্দর্য একটি ব্যক্তিগত উপলব্ধির বিষয় এবং সমাজ ও সংস্কৃতির ওপর নির্ভর করে এর পরিবর্তন হয়। এই বিষয়টিকে বোঝার জন্য নর্ডকেম (Nardchem) নামে একটি সংস্থা একটি গবেষণা পরিচালনা করে। বলা হয়, ২০ থেকে ৩০ বছর বয়সের নারীরা ১৮-১৯ বছর বয়সীদের তুলনায় বেশি আকর্ষণীয় হন। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে নারীরা মানসিকভাবে আরও পরিণত হন, আত্মনির্ভরশীল হয়ে ওঠেন এবং নিজেদের গ্রহণ করার ক্ষমতা বাড়িয়ে তোলেন। যা তাদের ব্যক্তিত্ব আর শারীরিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। 

এই গবেষণায় প্রায় ১৬ হাজার নারী অংশ নিয়েছিলেন। তারা স্বীকার করেছেন যে ২৩ থেকে ২৭ বছর বয়সের মধ্যে তাদের সবচেয়ে সুন্দর দেখায়। আসলে, এই বয়সে নারীরা আরও পরিণত হয়ে ওঠেন, যা তাদের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে।
'অ্যালুর' (Allure) নামক সংস্থার করা একটি গবেষণায় জানা যায়, পুরুষদের মতে নারীরা ২৯ বছর বয়সে সবচেয়ে আকর্ষণীয় অন্যদিকে, নারীরা নিজেদের সৌন্দর্যের চূড়ান্ত বয়স হিসেবে বেছে নিয়েছেন ৩১ বছরকে। 

'অ্যালুর' এবং আরেকটি সংগঠনের যৌথ গবেষণায় ২০০০ জনের ওপর আরেকটি সমীক্ষা চালানো হয়। এতে দেখা যায়, পুরুষ ও নারীরা উভয়েই মনে করেন, ৩০ বছর বয়সে নারীরা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠেন। গবেষণার ফল এমন কিছু বললেও, কার চোখে কাকে কোন বয়সে আকর্ষণীয় লাগে এটি একান্তই নিজস্ব বিষয়। আপনার মত কী? কোন বয়সে নারীদের সবচেয়ে সুন্দর দেখায় বলে মনে করেন? মতামত জানান কমেন্টে।







 সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
প্রফেসর ড. কুদরত জম্মদিনে মালদ্বীপে ইফতারি বিতরণ
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল কেনার অভিযোগে যুবক গ্রেফতার, এএসআই শফিকুলের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
শেরপুরে মহান স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ
শেরপুরের ঐতিহাসিক মাই সাহেবা মসজিদে প্রতিদিন ৬ শতাধিক মানুষ ইফতার করছে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com