প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০০ PM
গাজীপুর সদর উপজেলায় জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মির্জাপুর ইউনিয়ন ১,২,৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সদর উপজেলার ডগরীতে জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলামের নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি ডগরী বাজার থেকে শুরু করে বিকে বাড়ী বাজার প্রদক্ষিণ করে ডগরী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মির্জাপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শরিফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল আলম স্বপন, ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি ও ইউপি সদস্য আসকর আলী, ৩ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন, প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।