বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


মুদ্রাবাজারের অস্থিরতা বন্ধে কঠোর অবস্থানে গভর্নর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৮ PM

বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলোর লাইসেন্স বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাচার বন্ধ করা গেলে দেশে ৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত রেমিট্যান্স আনা সম্ভব। তিনি জানান, গুটিকয়েক বিদেশি মানি এক্সচেঞ্জগুলোর জোটের কাছে জিম্মি হওয়ার কোনো সুযোগ নেই। 

অন্তবর্তী সরকারের প্রথম ছয় মাসে অন্যতম বড় সাফল্য প্রবাসী আয়। যা গেলো আগস্ট থেকেই ধারাবাহিকভাবে বাড়তে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগের অর্থবছরের ওই ছয়মাসে মোট আয় পৌনে ১১ বিলিয়ন ডলার হলেও চলতি অর্থবছরের একই সময়ে তা উঠে যায় ১৪ বিলিয়নে। এই অর্থ মূলত সরকারি, বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আসে বাংলাদেশে।
তবে রেমিট্যান্স আহরণে এখনও অন্যতম মাধ্যম বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ। যারা উৎস দেশগুলো থেকে সংগ্রহ করে বাংলাদেশের ব্যাংকগুলোর কাছে বিক্রি করে। তবে বিদেশি এসব এক্সচেঞ্জগুলোর জোট বা এগ্রিগেটরদের সাম্প্রতিক কার্যক্রমে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানান, প্রয়োজনে বন্ধ করে দেয়া হবে সেসব প্রতিষ্ঠানের লাইসেন্স।

রেমিট্যান্স প্রবাহের বর্তমান প্রবণতা বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক মনে করছে, অর্থবছর শেষে তা দাঁড়াতে পারে ৩০ বিলিয়নে। আগের চেয়ে যা বেড়েছে তা মূলত পাচার বন্ধ হওয়ার কারণে। যদিও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, সঠিক প্রক্রিয়া ও মাধ্যমে এলে প্রবাসী আয় ছাড়িয়ে যাবে ৪৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করবে। এ ছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান তিনি।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কটিয়াদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কটিয়াদীতে শিশু অপহরণ ১৬ ঘণ্টা পর উদ্ধার আটক তিনজন
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
সাত মাসে দেড়শতাধিক কারখানা বন্ধ: শ্রমিকদের ঈদ আনন্দ ম্লান
বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২৫শে মার্চের কালরাত্রি: আমার দেখা ১৯৭১
মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com