প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২২ PM
যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যেই আরও তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের ষষ্ঠ ধাপে দক্ষিণ গাজার খান ইউনিসির একটি জায়গা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। খবর আল জাজিরার।
মুক্তিপ্রাপ্তরা হলেন- আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচলাবস্থা এড়াতে মিশর ও কাতারের মধ্যস্থতার পর শনিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিন ইসরায়েলিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য বন্দিবিনিময় স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস। এরপর গাজায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জামও বাড়াতে থাকে ইসরায়েল। এ অবস্থায় মধ্যস্থতাকারী দেশ মিসর ও কাতারের হস্তক্ষেপে চুক্তি মেনে বন্দি মুক্তি দিতে রাজি হয় হামাস। এরপরই তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় সংগঠনটি।
প্রথম ধাপে গাজায় ৪২ দিন যুদ্ধবিরতি কার্যকর হওয়া কথা। গত ১৯ জানুয়ারি এ যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি চুক্তির অধীন ৩৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস।
চুক্তি মেনে এখন পর্যন্ত মোট ১৯ ইসরায়েলিকে মুক্তি দিল হামাস। এ ছাড়া নিজেদের উদ্যোগে পাঁচ থাই নাগরিককেও মুক্তি দিয়েছে সংগঠনটি। বিনিময়ে কয়েক শ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার দেশ ইসরায়েল।