বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


ট্রাম্প-পুতিন শান্তি সম্মেলনের আয়োজক হতে রাজি সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ PM

ইউক্রেইন যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে শান্তি সম্মেলনের আয়োজক হতে সৌদি আরব প্রস্তুত বলে জানিয়েছে।

১২ ফেব্রুয়ারি, বুধবার ট্রাম্প ও পুতিন এক ফোন কলে ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটানোসহ বিভিন্ন বিষয় নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলাপ করেন।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্প পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে সহমত হয়েছেন এবং পুতিন ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন। অপরদিকে ট্রাম্প বলেছেন, তাদের প্রথম বৈঠক ‘সম্ভবত’ শিগগিরই সৌদি আরবে হবে।

হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “শেষ পর্যন্ত আমরা দেখা করবো বলে আশা করি। আসলে, আমরা আশা করছি তিনি এখানে আসবেন আর আমি সেখানে যাবো। তাই আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে মিলিত হতে যাচ্ছি। আমরা সৌদি আরবেই সাক্ষাৎ করবো।”
সৌদি আরব এই ফোন কলের প্রশংসা করেছে এবং ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বলে দেশটির অনলাইন সংবাদপত্র সৌদি গেজেট জানিয়েছে।

শুক্রবার সংবাদপত্রটি জানায়, সৌদি আরব ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্মেলনের আয়োজক হতে প্রস্তুত বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে। ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা করতে তাদের অব্যাহত প্রচেষ্টার বিষয়টিও পুনর্নিশ্চিত করেছে।  ইউক্রেইন সঙ্কট শুরু হওয়ার পর থেকে সৌদি আরব, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে। সঙ্কটের একটি রাজনৈতিক সমাধানের জন্য সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২২ সালের মার্চ থেকেই প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, উভয়ের সঙ্গে কথা বলে আসছেন।  গত তিন বছর ধরে সৌদি আরব তাদের মধ্যস্থতার প্রচেষ্টা ধরে রেখেছে। উত্তেজনা প্রশমণ ও সংলাপ উৎসাহিত করতে দেশটি এ পর্যন্ত অনেকগুলো বৈঠকের আয়োজন করেছে।  আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে এমন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের প্রতি সৌদি আরব তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com