আমিরাতের স্বাস্থ্য মন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বৈঠক
রিদোয়ান, দুবাই, আরব আমিরাত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৯ PM
সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দেওয়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসকে এ অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত ও ধন্যবাদ জানান আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রাহমান বিন মোহাম্মদ আল ওওয়াইস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এর সাথে পৃথক এক বৈঠকে তিনি এ ধন্যবাদ ও স্বাগত বার্তা জানিয়েছেন। শীর্ষ সরকারী নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ এ সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের সাস্থ মন্ত্রী বলেন ড.ইউনুসের উপস্থিতি এ সমাবেশকে আরো বেশি প্রানবন্ত করেছে। তিনি তার কথায় আরো যোগ করেন যে "আপনার মতো আন্তর্জাতিক ব্যাক্তিত্ব থেকে আমরা শিখছি "। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এ মুহূর্তে তিনি দায়িত্ব নেওয়ায় সমর্থন ব্যাক্ত করে বলেন আশাকরে স্বাস্থ্যে, ব্যবসা বানিজ্যে উভয় দেশের ও দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক আরো জোরদার হবে এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে।
উক্ত বৈঠকে ডাব্লুজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ড.মুহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য দৃশ্য এবং বড় রোগ প্রতিরোধে যে অগ্রগতি করেছেন তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন এবং এক মিলিয়নেরও বেশি বাংলাদেশীদেরকে এদেশের শ্রমবাজারে সুযোগ করে দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকেও ধন্যবাদ জানিয়েছেন। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুটফে সিদ্দিকী এবং লামিয়া মোর্শেদ, একজন সিনিয়র সচিব এবং বাংলাদেশ সরকারের চিফ এসডিজি সমন্বয়কারী।