বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


পাকিস্তানে এবার পশতুদের পাশে দাঁড়ালেন মওলানা ফজলুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৭ PM

পাকিস্তানের জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের প্রধান মাওলানা ফজলুর রেহমান পশতুনদের অধিকারের পক্ষে জোরালোভাবে কথা বলেছেন। তিনি বলেছেন, রক্তপাত হবে, কিন্তু আমরা আবারও আমাদের অধিকারের জন্য জেগে উঠব। পেশোয়ারের নিশতার হলে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর জিওটিভির। 

বক্তব্য দেওয়ার সময় তিনি অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। ফজলুর রেহমান ঘোষণা দেন, তিনি ধর্মীয় স্কুলের পক্ষে আন্দোলন করেছেন এবং পশতুনদের অধিকারের জন্য মিছিল করতে প্রস্তুত। তিনি নির্যাতিতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘রক্তপাত হবে, কিন্তু আমরা আবারও আমাদের অধিকারের জন্য লড়াই করবো।
তিনি উপজাতীয় অঞ্চলের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন এবং রাষ্ট্রকে পশতুদের প্রান্তিকীকরণের অভিযোগ করে বলেন, যারা অধিকার দাবির জন্য জড়ো হয় তাদের গুলি করা হয়। 

তিনি আরও যুক্তি দেন যে কোনও প্রমাণিত অভিযোগ ছাড়াই তার দলকে নিষিদ্ধ করা সংবিধানের লঙ্ঘন হবে।
জেইউআই-এফ প্রধান সাংবিধানিক নীতির প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, তিনি সর্বদা সংবিধানে বর্ণিত বিশ্বাস ও সুন্নাহর ভিত্তিতে শাসনব্যবস্থার পক্ষে ছিলেন। তবে, তিনি দাবি করেছেন যে যখনই তিনি বৈধ দাবি উত্থাপন করেছেন, তখনই তাকে রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পশতুদের ‘গর্বিত জাতি’ হিসেবে অভিহিত করে ফজলুর রহমান জানান, তিনি এক দশকেরও বেশি সময় ধরে উপজাতীয় জিরগার অংশ ছিলেন এবং সর্বদা ফাটার বাসিন্দাদের নিজস্ব ভবিষ্যত নির্ধারণের অধিকারকে সমর্থন করেছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com