বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


হাসানের পর বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খালেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ PM

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আরব আমিরাত ও পাকিস্তানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জন্য বেশ আগেই ১৫ জনের দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দলে ছিলেন না পেসার হাসান মাহমুদ। জানা যায়, প্রস্তুতির জন্য তাকে দলের সঙ্গে রাখা হচ্ছে। বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভ্রমণসঙ্গী হিসেবেই তাকে দলে রাখা হচ্ছে। টুর্নামেন্ট শুরু হলে দেশে ফিরে আসবেন এই পেসার। এবার তার সঙ্গে খালেদও যোগ দিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। 

টুর্নামেন্টে বাংলাদেশের খেলা শুরু হওয়ার আগে অবশ্য হাসান মাহমুদের সাথে খালেদও ফিরে আসবেন দেশে। বাংলাদেশের ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে নেই, তবুও দলের সুবিধার্থে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রাথমিক প্রস্তুতি পর্বের অংশ হবেন দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেদিনই হাসান ও খালেদ দলের সঙ্গী হবেন। 
তবে টুর্নামেন্ট শুরু হলে তারা আবার দেশে ফিরবেন। তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে সাজানো হয়ে বাংলাদেশ পেস আক্রমণ। তবে বিপিএলে খালেদের দুর্দান্ত ফর্ম খালেদকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিমূলক ক্যাম্পে জায়গা করে দিয়েছে। বিপিএলে চিটাগং কিংসের হয়ে ১৪ ম্যাচ খেলা খালেদ উইকেট শিকার করেন মোট ২০টি। শীর্ষে থাকা তাসকিনের পর খালেদ যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ 'বি' তে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে রোহিত-কোহলিদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর একই ভেন্যুতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 

বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com