বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


৯৭তম অস্কারের চুড়ান্ত মনোনয়ন ঘোষণা
রিমন মাহফুজ
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪৫ PM

অবশেষে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ্যে আনল অস্কার কমিটি। লস অ্যাঞ্জেলসের দাবানলের জেরে দু-বার তালিকা প্রকাশ পেছালেও অবশেষে ২৩টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। অস্কার পুরস্কার দৌঁড়ে সর্বাধিক ১৩ বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ অভিনীত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’।

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরের বড় চমক উঠে এসেছে লাতিন আমেরিকান স্প্যানিশ ভাষায় নির্মিত ফরাসি সিনেমার ‘এমিলিয়া পেরেজ’-এর সর্বাধিক শাখায় মনোনয়ন পাওয়া। সেরা চলচ্চিত্র থেকে শুরু করে সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ মোট ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ‘এমিলিয়া পেরেজ’; যার কাহিনি গড়ে উঠেছে ম্যাক্সিকো সিটির স্বল্প পরিচিত অ্যাটর্নি রিটা মোরা কাস্ত্রোকে নিয়ে। যিনি একজন মিডিয়া ব্যক্তিত্বের স্ত্রীর হত্যা মামলার কাজ করে যাচ্ছিলেন।
রিটা মামলা জিতে গেলেও এ নিয়ে তাঁর মনে সংশয় কাজ করছিল। বারবার মনে হচ্ছিল, মহিলাটি আসলে আত্মহত্যা করেছেন। এমন সময় রিটা একটি লোভনীয় অফারসহ একটি বেনামি কল পান। এরপর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হতে থাকে। এমন কাহিনি নিয়ে নির্মিত ‘এমিলিয়া পেরেজ’ মুক্তির পর থেকেই ছিল দর্শক আলোচনায়। যে কারণে অস্কারে সর্বাধিক শাখায় মনোনয়ন পাওয়ার বিষয়টি অবাক করেনি সাধারণ দর্শক ও চলচ্চিত্র বোদ্ধাদের।

এবারের আসরে মনোনীত সিনেমাগুলোর মধ্যে সেরার দৌঁড়ে এগিয়ে আছে আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ অভিনীত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমাটি সর্বাধিক ১৩ বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে। ক্ষমতার লড়াই ,অপরাধ আর প্রতিশোধের খেলা। এমন অন্ধকার জগত থেকে বেরিয়ে এসে নতুন পরিচয়ে জীবন শুরু করতে চায় মেক্সিকোর মাদকসম্রাট এমিলিয়া পেরেজ। কিন্তু পুরোনো পরিচয় তার পিছু ছাড়ে না। এমন একাধিক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প অবলম্বনে নির্মিত সিনেমা ‍‍`এমিলিয়া পেরেজ‍‍`। 

ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ারের সিনেমাটি অস্কারে এবার বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে। 
দ্বিতীয় সর্বাধিক ১০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ব্লকবাস্টার ছবি ‘উইকেড’। এছাড়া বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছে। সেরা চলচ্চিত্র পুরস্কারের দৌড়ে আছে  আনোরা, দ্য ব্রুটালিস্ট,  কমপ্লিট আননোনসহ মোট ১০টি সিনেমা। এবারই ক্যারিয়ারে প্রথম অস্কার মনোনয়ন পেয়েছেন ৬২ বছর বয়সী বলিউড তারকা ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কারের মনোনয়ন পান তিনি। 

এদিকে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে ১৮০টি সিনেমার মধ্যে ট্রফি দখলের দৌঁড়ে জায়গা করে নিয়েছে ৫টি সিনেমা। ভারতীয় শর্ট ফিল্ম অনুজার পাশাপাশি স্থান পেয়েছে ‍‍`এলিয়েন‍‍`, ‍‍`আই অ্যাম নট আ রোবটসহ আরও দুটি শর্ট ফিল্ম। অন্যদিকে স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ ৬টি এবং ‘ডুন: পার্ট টু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ সিনেমা দুটি ৫টি করে মনোনয়ন পেয়েছে। আয়োজনসূত্র জানিয়েছে, আগামী ২ মার্চ আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস। উপস্থাপনা করবেন কনান ও’ব্রায়েন। ওই দিন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৭তম অস্কারের জমকালো আসর।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com