প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৪ PM
বায়ুদূষণের দিক থেকে সারা বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতার থেকে নাম বাদ যাচ্ছে না রাজধানী ঢাকার। শীতকালে প্রায় প্রতিদিনই ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুর তালিকায় উঠে আসছে ঢাকার নাম। আজ বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। অন্যদিকে আজ ভোর থেকে রাজধানীর আকাশ কুয়াশায় আচ্ছন্ন। বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে ঢাকায়। মাঘের শেষে রাজধানীতে এই ধরনের কুয়াশাকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২১৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ২৮৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর এবং ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর। এছাড়া ১৯৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ১৮৩।
এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় পুরো রাজধানী। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করে। সকাল ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।
আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।