বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


শেরপুরের গারো পাহাড়ে পিকনিক বাসের সাউন্ড বক্সের শব্দ দূষণে জীববৈচিত্র্য হুমকির মুখে
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৮ PM

শেরপুরের গারো পাহাড়ে পিকনিক বাসের সাউন্ড বক্স ও হর্ণ শব্দ দূষণে জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়ে পরেছে। সাউন্ড বক্সের শব্দে পর্যটন কেন্দ্রে আগত সাধারন ভ্রমন পিপাসু,পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীর  পাশাপাশি, আসপাশের এলাকায় বসবাসকারিদের টিকে থাকাটাই দায় হয়ে পরেছে। জানা গেছে, এককালে গারো পাহাড়ের বনাঞ্চলে নানা প্রজাতির পশুপাখি ও জীবজন্তুর অভায়ারন্য ছিল। প্রতিবছর শীত মৌসুমে অতিথি পাখিরও আগমন ঘটতো এ গারো পাহাড়ের খালবিল, ঝর্না ও জলাশয়গুলোতে। পশুপাখির কোলাহলে মুখরিত ছিলো গারো পাহাড়।  

কিন্তু কালের বিবর্তনে বনের জমি বেদখল,পাহাড় থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও বনাঞ্চল উজাড় হওয়ার পাশাপাশি নানা কারণে গারো পাহাড়ের জীববৈচিত্র্য ও আজ প্রায় বিলুপ্তির পথে। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও থেকে ঝিনাইগাতী হয়ে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩০ হাজার একর বনভুমিতে রিজার্ভ ফরেষ্টের শালগজারী, ঐষুধি বৃক্ষসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রাকৃতিক বৃক্ষে ভরপুর ছিল গারো পাহাড়। পরিবেশবিদ ও স্থানীয়দের মতে ওই সময় পশুপাখি, নানা প্রজাতির প্রাণী ও জীবজন্তুর কোলাহলে গারো পাহাড় ছিল মুখরিত। 

ছিল পশুপাখি ও জীবজন্তুর অভায়রন্য। কিন্তু প্রাকৃতিক বন উজাড়, বনের জমি বেদখল, বনের মাঝখান দিয়ে প্রবাহিত নদী নানা ঝর্ণা ও জলাশয় থেকে বালু পাথর উত্তোলনসহ নানা কারনে গারো পাহাড়ের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। জানা যায়, ৯০ দশকের পর গারো পাহাড়ে বসবাসকারি দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সামাজিক বন সৃজনের কাজ হাতে নেয় সরকার। অভিযোগ রয়েছে প্রাকৃতিক বন ধ্বংস করে সল্প সময়ে বর্ধনশীল বিদেশি প্রজাতির  উডলড বাগান সৃজন করা হয়। অংশিদারিত্বের ভিত্তিতে এসব উডলড বাগান সৃজনে অংশিদারগন লাভবান হলেও ক্ষতির সম্মুখীন হয় বন বিভাগ। 

স্থানীয়রা জানান বিদেশি প্রজাতির এসব উডলড গাছে কোন পশুপাখি পর্যন্ত ও বসে না। ফলে সেসময় থেকে বিলুপ্তি ঘটতে থাকে গারো পাহাড়ের জীববৈচিত্র্য। শুধু তাই নয়, সামাজিক বনের অংশিদারদের মাধ্যমেই বনের জমি বেদখলের প্রতিযোগিতাও শুরু হয়। বনবিভাগ সুত্রে জানা গেছে,বনবিভাগ সৃষ্টির পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার একর বনের জমি জবরদখলদারদের হাতে বেদখল হয়েছে। সংকুচিত হয়ে পরেছে বন ও বনভূমি। এছাড়া ৯০ দশকের পর থেকে গারো পাহাড়ের  মধুটিলা ইকোপার্ক, ও গজনী অবকাশ বিনোদন কেন্দ্র নামে ২ টি পিকনিক স্পট গড়ে তোলা হয়েছে। 

গজনী অবকাশ বিনোদন কেন্দ্রটি নিয়ন্ত্রন করে জেলা প্রশাসন। মধুটি ইকোপার্ক নিয়ন্ত্রন করে বনবিভাগ। এসব পিকনিক স্পট গুলোতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটে। পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠে গারো পাহাড়।  যদিও এসব বিনোদন কেন্দ্রগুলো থেকে প্রতিবছর সরকারের ঘরে আসে কয়েক কোটি টাকার রাজস্ব।এসব বিনোদন কেন্দ্রগুলোতে হয়েছে অনেকের কর্মসংস্থানের ও ব্যবস্থা। সারাদেশে বেড়েছে শেরপুরের গারো পাহাড়ের পরিচিতি।  

কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে আগত শতশত পিকনিক বাসে থাকা সাউন বক্স ও বাসের বেপরোয়া হর্ণ শব্দ দূষণে পরেছে গারো পাহাড়। প্রতিনিত গারো পাহাড়ে চলছে এখন গাড়ির হর্ণ ও সাউন্ড বক্সের শব্দ দূষণ। এতে পর্যটন কেন্দ্রে আগত দর্শনার্থীদের পাশাপাশি গারো পাহাড়ে বসবাসকারিরা রয়েছেন চরম বিপাকে। এ অবস্থা চলছে গারো পাহাড়ে দীর্ঘদিন ধরে।  প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের বিভিন্ন স্থানে হর্ন বাজানো নিষেধ সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হলেও এর কোন বাস্তবায়ন নেই।  

উপজেলা প্রশাসন ও বনবিভাগের পক্ষ থেকে এসব শব্দ দূষণ রোধে কোন প্রকার উদ্যোগও নেয়া হচ্ছে না।  ফলে দিনেদিনে গারো পাহাড়ের অবশিষ্ট জীব বৈচিত্র্যও এখন হুমকির সম্মুখীন। বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো,রফিকুল ইসলাম বলেন, গারো পাহাড়ের বিভিন্ন স্থানে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। কিন্তু কিছুতেই মানছে না পর্যটকরা। তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। বনবিভাগের রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মো,  আব্দুল করিম বলেন,গজনী বিনোদন কেন্দ্রটি পরিচালিত হয়  জেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন। 

তিনি বলেন শব্দ দূষণে গারো পাহাড়ের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বনবিভাগের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে। কিন্তু সম্ভব হচ্ছে না। তাছাড়া  বনবিভাগের এতো লোকবল নেই শব্দ দূষণ প্রতিরোধ করার মতো। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো,আশরাফুল আলম রাসেল বলেন বিনোদন কেন্দ্রের বিভিন্ন স্থানে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়ার পরেও পর্যটকরা তা মানছে না। তিনি বলেন এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
প্রফেসর ড. কুদরত জম্মদিনে মালদ্বীপে ইফতারি বিতরণ
সোনারগাঁয়ে ছিনতাই হওয়া মোবাইল কেনার অভিযোগে যুবক গ্রেফতার, এএসআই শফিকুলের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ
শেরপুরে মহান স্বাধীনতা দিবসের পুষ্পস্তবক অর্পণ
শেরপুরের ঐতিহাসিক মাই সাহেবা মসজিদে প্রতিদিন ৬ শতাধিক মানুষ ইফতার করছে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com