বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ ১৩ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


উইলিয়ামসনের হার না মানা শতকে ফাইনালে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ PM

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পাকিস্তান। আসন্ন এ আইসিসি টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে ম্যান ইন গ্রিনরা। পাকিস্তান ছাড়া বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে আজ মাঠে নেমেছিল কিউইরা, এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেইন উইলিয়ামসনের অপরাজিত শতকে ৬ উইকেটের জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। সেই সঙ্গে দুই ম্যাচে দুই জয়ে নিশ্চিত করেছে এ সিরিজের ফাইনালে খেলা।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আজ প্রোটিয়াদের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এ ম্যাচে আগে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে অবশ্য বেশ সফল ছিল টেম্বা বাভুমার দল। অভিষেক ম্যাচেই ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ওপেনার ম্যাথু ব্রিটজকে।
এছাড়া জ্যাসন স্মিথের ৪১ ও উইয়ান মুল্ডারের ৬৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কিউইদের দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে তুলেছিলেন ৫০ রান। এরপর সাজঘরের পথ ধরেন উইল ইয়াং। তিনে ব্যাত করতে নেমে দুর্দান্ত খেলেছেন উইলিয়ামসন। কিউই এই সাবেক অধিনায়ক ২০১৯ সালের জুনের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন।

৭২ বলে সেঞ্চুরি করা উইলিয়ামসন শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। ১১৩ বলে ১৩৩ রান করেছেন তিনি, তাঁর হার না মানা এই শতকেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। অবশ্য দুর্দান্ত ব্যাট করেছেন ডেভন কনওয়েও। কিউই এই ব্যাটার আআউট হয়েছেন ৯৭ রান করে।
এদিকে টানা দুই জয়ে সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত করলেও এখনো ফাইনালের বাকি এক দল নিশ্চিত হয়নি। একটি করে ম্যাচ খেলে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দুই দলই হেরেছে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যান ইন গ্রিনদের ম্যাচে যে দল জিতবে সে দলই নিশ্চিত করবে ফাইনালে খেলা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঈদের ছুটিতে ঢাকাবাসীর নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না: স্বরাষ্ট্র সচিব
কটিয়াদীতে স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধে নিহত, আশিক হত্যাকারীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
কটিয়াদীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
কটিয়াদীতে শিশু অপহরণ ১৬ ঘণ্টা পর উদ্ধার আটক তিনজন
জি কে শামীমের সাড়ে ৫ বছরের কারাদণ্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৌদি প্রবাসী যুবক গ্রেফতার
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
কালীগঞ্জে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
২৫শে মার্চের কালরাত্রি: আমার দেখা ১৯৭১
মাদ্রিদে বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতির ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com