প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ PM
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে পাকিস্তান। আসন্ন এ আইসিসি টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে ম্যান ইন গ্রিনরা। পাকিস্তান ছাড়া বাকি দুই দল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে আজ মাঠে নেমেছিল কিউইরা, এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেইন উইলিয়ামসনের অপরাজিত শতকে ৬ উইকেটের জয় পেয়েছে ব্ল্যাকক্যাপসরা। সেই সঙ্গে দুই ম্যাচে দুই জয়ে নিশ্চিত করেছে এ সিরিজের ফাইনালে খেলা।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আজ প্রোটিয়াদের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এ ম্যাচে আগে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে অবশ্য বেশ সফল ছিল টেম্বা বাভুমার দল। অভিষেক ম্যাচেই ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ওপেনার ম্যাথু ব্রিটজকে।
এছাড়া জ্যাসন স্মিথের ৪১ ও উইয়ান মুল্ডারের ৬৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কিউইদের দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে তুলেছিলেন ৫০ রান। এরপর সাজঘরের পথ ধরেন উইল ইয়াং। তিনে ব্যাত করতে নেমে দুর্দান্ত খেলেছেন উইলিয়ামসন। কিউই এই সাবেক অধিনায়ক ২০১৯ সালের জুনের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন।
৭২ বলে সেঞ্চুরি করা উইলিয়ামসন শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। ১১৩ বলে ১৩৩ রান করেছেন তিনি, তাঁর হার না মানা এই শতকেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। অবশ্য দুর্দান্ত ব্যাট করেছেন ডেভন কনওয়েও। কিউই এই ব্যাটার আআউট হয়েছেন ৯৭ রান করে।
এদিকে টানা দুই জয়ে সিরিজের ফাইনালে খেলা নিশ্চিত করলেও এখনো ফাইনালের বাকি এক দল নিশ্চিত হয়নি। একটি করে ম্যাচ খেলে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা দুই দলই হেরেছে। প্রোটিয়াদের বিপক্ষে ম্যান ইন গ্রিনদের ম্যাচে যে দল জিতবে সে দলই নিশ্চিত করবে ফাইনালে খেলা।