প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৫ PM
শিল্পীদের মনে প্রেম থাকতে হয় বলে মনে করেন অভিনেত্রী কুসুম শিকদার। নইলে সৃজনশীলতার উদয় হয় না বলে ধারণা কুসুমের। সম্প্রতি এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময়ে আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে কুসুম বলেন'১৪ ফেব্রুয়ারি নিয়ে এখনও কোনো প্ল্যান নেই, সত্যি। এখনও অনেক দেরি আছে।' প্রেমের জন্য ডেট করতে যান কি না, এমন প্রশ্ন ছুঁড়ে দিলে মজার ছলে ফুলের নামে নামের এ তারক, 'হ্যাঁ যাই। দেশে, দেশের বাহিরে সব জায়গায়ই যাই।' এরপর প্রেম নিয়ে তিনি বলেন, ‘শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি।’
জাহান সুলতানার ‘বসন্তবৌরি’তে তানজিন তিশা-খায়রুল বাসার
বলে রাখা ভালো, কদিন আগে কুসুম শিকদার প্রযোজিত ও অভিনীত নতুন ছবি শরতের জবা মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কুসুম। তার সহ-অভিনেতা ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া প্রমুখ।
সবশেষ ২০১৬ সালে মুক্তি পায় কুসুম শিকদার অভিনীত ‘শঙ্খচিল’ সিনেমাটি। এর আট বছর পর শরতের জবা দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি।