প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ PM
চলতি মাসেই শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে আসন্ন এ টুর্নামেন্টের খেলা। এর আগে নিজেদের প্রস্তুত করছে অংশগ্রহণকারী দলগুলো। বাংলাদেশও এর ব্যতক্রম নয়। তবে আসন্ন এ টুর্নামেন্টের জন্য সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে পারেননি বলেই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্প চলছে টাইগারদের। প্রধান কোচের অধীনে এই অনুশীলন চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ (সোমবার) অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ সিমন্স। সেখানে তিনি বলেন, ‘আমি একমত যে সেরা প্রস্তুতি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তবে আমরা সাদা বলের ক্রিকেটের সাথে ছিলাম। প্রস্তুতি নেব এখন। ৬ দিনের প্রস্তুতি ক্যাম্প আছে।’
এদিকে সদ্য সমাপ্ত বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ম্যাচ না খেললেও তিনি প্রস্তুতি নিয়েছেন বলেই জানিয়েছেন সিমন্স। তিনি বলেন, ‘সে খেলুক বা না খেলুক প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। সবার কাছ থেকে স্ট্রং মেন্টাল এটিটিউড প্রয়োজন। ৫০ ওভারের ম্যাচ তো হয়নি। সে অনেক ম্যাচ খেলতে পারেনি এটা ঠিক। তবে সে প্রস্তুতি নিয়েছে, সামনেও নেবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে আশাবাদ প্রকাশ করে সিমন্স বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার সম্ভাবনা আছে। আমরা সেরা ক্রিকেট খেলতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। ট্রফি জেতার ব্যাপারে বিশ্বাস না থাকলে এখানে থাকতাম না।’