শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


আইন-আদালত
বেনজীরকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির নির্দেশনা
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৯ পিএম   (ভিজিট : ৮৫)
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার (১০ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দেন। এ নির্দেশনা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের পক্ষ থেকে দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়।

বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৪ কোটি ১৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ বিষয়ে গত বছরের এপ্রিল মাসে একটি জাতীয় দৈনিক প্রকাশিত প্রতিবেদনে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপন করা হয়। এরপর দুদক তদন্ত শুরু করে এবং ৬৯৭ বিঘা জমি, ১২টি ফ্ল্যাট, ১৯টি কোম্পানির শেয়ার, ৩৩টি ব্যাংক হিসাবসহ অন্যান্য সম্পদ উদ্ধার করে। আদালতের নির্দেশে এসব সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করা হয়।

বেনজীর আহমেদ অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের মে মাসে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে দেশ ত্যাগ করেন। দুদক তাদের জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকবার তলব করলেও তারা উপস্থিত হননি। আগস্ট মাসে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি সময়ে তাদের পক্ষ থেকে সম্পদ বিবরণী জমা দেওয়া হয়। এদিকে, বেনজীর আহমেদ পুলিশ আইজি হিসেবে ২০২০ থেকে ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, যেখানে বেনজীর আহমেদও ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিচারকের ছেলের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক
দেশি মুরগি ৬০০ রুই ৪০০, মধ্যবিত্তের শেষ ভরসা এখন ব্রয়লার
গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ: আমীর খসরু
ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আলোকিত ব্যক্তিত্ব প্রিয় শিক্ষক আব্দুল মতিন
জনপ্রিয় জাদুশিল্পী প্রিন্স হারুন ফের আন্তর্জাতিক মঞ্চে
গাজীপুর সদরে পেট্রোল বোমা সহ আটক -৩
ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” — বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের ঘোষণা
সত্তরের ১২ নভেম্বর এই দিনে প্রাণ হারায় দেড় লক্ষাধিক মানুষ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com