প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪০ PM
সংযুক্ত আরব আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমান ইউএই এর উদ্যোগে আজমানের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সদস্য মোহাম্মদ সোহেল ভুইয়া ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় নিহতন, এছাড়া গাড়িতে থাকা মেয়ে, শালিকা সহ মোট ৪জন নিহত হওয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারী) সংযুক্ত আরব আমিরাতের আজমানে, বাংলাদেশী পোশাক মার্কেটে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামীম আহমদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা হেলাল উদ্দিন সিআইপি। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কাশেম মিয়া সিআইপি, শাহাবুদ্দিন মিয়া, সহ সভাপতি মেজবাহ উদ্দিন গাজী, মাকসুদুর রহমান বিপ্লব, মোহাম্মদ ওমর ফারুক, সালাহউদ্দিন আরিফ, সাংগঠনিক মোহাম্মদ দুলাল সরকার।
আরও উপস্থিত ছিলেন রেডিমেইড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশন আজমানের উপদেষ্টা আব্দুর রশিদ, সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ আতিকুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহমুদ সজল, প্রচার সম্পাদক দেলোয়ার শামীম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মান্নান, মোঃ শাহে আলম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ এ আর মীর, মোহাম্মদ আক্তার প্রমুখ। নিহতদের সবার আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ।