প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৫ PM
শনিবার এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চলবে বুধবার পর্যন্ত। এ চিত্র প্রদর্শনীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চিত্র সমালোচক আইযুব ভুঁইয়া। সম্মানিত অতিথিরা লাল ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে ২৮ টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রদর্শনী উপলক্ষে এক আলোচনায় সম্মানিত অতিথিরা বলেন, শিল্পী তার শিল্পকর্মে নানা ভাবে রংয়ের ব্যবহার করে নতুন কিছু সৃষ্টির চেষ্টা করেছেন। নাজমুনের ছবিতে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ লক্ষ্য করা গেছে। যা শিল্পীকে শিল্পাঙ্গনে টিকিয়ে থাকার জন্য সহায়তা করবে।
উল্লেখ্য, নাজমুন নাহার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং এন্ড পেইন্টিং থেকে অনার্সসহ মাস্টার্স শেষ করেন। তিনি দেশে এবং বিদেশে বহু গ্রুপ প্রদর্শনী, আর্ট ক্যাম্প এবং ওয়ার্ক শপে অংশ নিলেও এবারই প্রথম তার একক প্রদর্শনী হচ্ছে ৷ তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, ভারত ও নেপালে তার শিল্পকর্ম নিয়ে গ্রুপ প্রদর্শনী অংশগ্রহণ করেন। এরমধ্যে ফ্রান্স, ভারত ও নেপাল থেকে নাজমুন নাহার বিভিন্ন পুরস্কার লাভ করেন ৷
এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য।