বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য সফল হয়েছে: ঢাকায় ফিরে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ PM আপডেট: ০৯.০২.২০২৫ ৬:৩৯ PM

যে উদ্দেশ্য নিয়ে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান থেকে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় ফেরার পর তিনি এমন মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সম্পর্ক সফল হয়েছে। আমরা যেই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়েছি সেটা সফল হয়েছে।’ মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ছাত্রজনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছে এবং সফলতা অর্জন করেছে। আজ হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রিজিম দায়ী।

বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদের পা ফেলতে হবে। এই সফলতা সফল করতে হলে আমাদের অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটি অন্ধকারকে আরেকটি অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা সকলের কাছে আহ্বান জানাতে চাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তাদের কাজ অব্যাহত রাখবে। 

গাজীপুরসহ সারাদেশের সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টের’ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এতদিন পর তাদের বোধোদয় হয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপির এই দুই নেতা। এছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার মেয়ে জাইমা রহমান একই অনুষ্ঠানে অংশ নেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com