প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩২ PM
প্রাক-মৌসুম ম্যাচে আজ অলিম্পিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার নিয়ামি। হন্ডুরাসের চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয়েছে রাত ৮ টার দিকে। এর গে সন্ধ্যা ৬.২৩ মিনিটে উত্তর হন্ডুরাসে আঘাত হানে রিখটার স্কেলে ৭.৬ মাত্রার ভূমিকম্প। এরপর সুনামির শঙ্কাও করা হয়েছিল, তবে তা হয়নি। এদিকে ভয়াবহ ভূমিকম্পের পরও লিওনেল মেসিদের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ঠিকঠাকই। আর এই ম্যাচে মেসির গোল-অ্যাসিস্টের সুবাদে ৫-০ গোলের বড় জয় পেয়েছে মিয়ামি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে মেসিদের ম্যাচের ভেন্যু চেলাটো ইউক্লেস ন্যাশনাল স্টেডিয়াম প্রায় ৪০০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এ কারণে এই অঞ্চলে ভূমিকম্পের প্রভাব দেখা যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে মাঠ না কাপলেও মেসি ঠিকই মাঠ কাপিয়েছেন। মিয়ামির বিশাল জয়ের ম্যাচটিতে প্রথম গোলটিই করেছেন মেসি। ২৭ মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে লিড এনে দেন তিনি। এদিকে এরপর আর মেসি গোল না পেলেও দুই সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ঠিকই।
৪৪ মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেন গোল করেন মেসির অ্যাসিস্ট থেকে। এ ম্যাচে গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজও। ৫৮ মিনিটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। এরপর ৭৯ মিনিটে মেসিদের হয়ে শেষ গোলটি করেন রায়ান সেইলর।
এই ম্যাচ দিয়েই শেষ হলো মেসিদের প্রাক-মৌসুম প্রস্তুতি সফর। মেজর লিগ সকারে ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে মিয়ামি।