বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


ইসরায়েল মুক্ত করে দিল ১৮৩ ফিলিস্তিনিকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৭ PM

১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে তিনজন ইসরাইলি বন্দির মুক্তির বিনিময়ে এসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন।

হামাসের মিডিয়া দফতর জানায়, ১৮৩ জন ফিলিস্তিনিকে দেশের (ইসরায়েল) বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়েছিল। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গ্রেফতার হয়েছিলেন ১১১ জন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাতজন বন্দিকে নির্বাসন দেওয়া হবে। দীর্ঘ সাজাপ্রাপ্ত ২০ জন বন্দি যাদের মূলত গাজা থেকে মুক্তি দেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে ৪২ জন এবং জেরুজালেমে তিনজন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

মুক্তিপ্রাপ্ত সাতজন ফিলিস্তিনি বন্দিকে রামাল্লায় পৌঁছানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। সংস্থাটির প্রধান আবদুল্লাহ আল-জাগারি বলেছেন, আজ মুক্তিপ্রাপ্ত সকল বন্দির চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। কারণ গত কয়েক মাস ধরে তাদের উপর যে বর্বরতা চালানো হয়েছে; তার ফলে তাদের চিকিৎসা করতে হয়েছে। সাতজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অন্যদিকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি নাগরিকরা হলেন এলি শারাবি (৫২), ওর লেভি (৩৪) ও ওহাদ বেন আমি (৫৬)। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার সময় বেন আমি ও শারাবিকে ইসরায়েলের কিবুৎজ বেরি এলাকা থেকে আটক করা হয়। আর লেভিকে আটক করা হয় নোভা সঙ্গীত উৎসব থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে পঞ্চম দফায় বন্দি বিনিময় সম্পন্ন হল। এর মধ্যদিয়ে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ২১ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com