বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দল নিয়ে নতুন জটিলতা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ PM

আর কয়েকদিন পড়ে মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হতে যাওয়া এই আসরে শিরোপার জন্য লড়বে ৮টি দল। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে স্কোয়াড জানিয়ে দিয়েছে দেশগুলো। তবে শেষ মুহূর্তে স্বাগতিক পাকিস্তানের দল নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। শেষ সময়ে দলে পরিবর্তন আসতে পারে এমনটাই জানাচ্ছে দেশটির গণমাধ্যমেরে প্রতিবেদনে। 

পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরই দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও রশিদ লতিফ বেকে বসে। ওয়াসিম আকরামের বলেছেন ‘এটি অপ্রত্যাশিত দল’, রশিদ লতিফ বলেছেন ‘রাজনৈতিক নির্বাচন’। ফলে দল নিয়ে শেষ সময়ে পর্যালোচনা করেছে পিসিবির নির্বাচকেরা। 
মূলত খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে নিয়েই সমালোচনাটা বেশি হচ্ছে। কারণ, দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের জার্সিতে মাঠে নামেননি। খুশদিল ২০২২ সালের পর ওয়ানডে ফরম্যাটে ডাকও পাননি। এসব আলোচনার পর শুক্রবার লাহোরে একটি অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান দল নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। 

নাকভি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি হবে না, এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি। তাদের সেই অধিকার আছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে ভালো চিন্তা থেকেই দলে নেয়া হয়েছে।’ তবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সেরা দলই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদল আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। দলে কোনো পরিবর্তনের দরকার নেই জানিয়ে তিনি বলেছেন, ‘দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। টুর্নামেন্টের জন্য সেরা দলটিই বাছাই করা হয়েছে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সার্ক সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com