প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৮ PM
আর কয়েকদিন পড়ে মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হতে যাওয়া এই আসরে শিরোপার জন্য লড়বে ৮টি দল। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে স্কোয়াড জানিয়ে দিয়েছে দেশগুলো। তবে শেষ মুহূর্তে স্বাগতিক পাকিস্তানের দল নিয়ে তৈরি হয়েছে নতুন সমস্যা। শেষ সময়ে দলে পরিবর্তন আসতে পারে এমনটাই জানাচ্ছে দেশটির গণমাধ্যমেরে প্রতিবেদনে।
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরই দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম ও রশিদ লতিফ বেকে বসে। ওয়াসিম আকরামের বলেছেন ‘এটি অপ্রত্যাশিত দল’, রশিদ লতিফ বলেছেন ‘রাজনৈতিক নির্বাচন’। ফলে দল নিয়ে শেষ সময়ে পর্যালোচনা করেছে পিসিবির নির্বাচকেরা।
মূলত খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে নিয়েই সমালোচনাটা বেশি হচ্ছে। কারণ, দুজনের কেউই ২০২৩ সালের পর পাকিস্তানের জার্সিতে মাঠে নামেননি। খুশদিল ২০২২ সালের পর ওয়ানডে ফরম্যাটে ডাকও পাননি। এসব আলোচনার পর শুক্রবার লাহোরে একটি অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান দল নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
নাকভি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি হবে না, এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি। তাদের সেই অধিকার আছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে ভালো চিন্তা থেকেই দলে নেয়া হয়েছে।’ তবে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, সেরা দলই তৈরি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বদল আনা নিয়ে কোনো আলোচনা হয়নি। দলে কোনো পরিবর্তনের দরকার নেই জানিয়ে তিনি বলেছেন, ‘দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। টুর্নামেন্টের জন্য সেরা দলটিই বাছাই করা হয়েছে।’