বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


বিপিএল শেষে কার পকেটে ঢুকল কত টাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৫ PM

চিটাগং কিংসের আশা গুঁড়িয়ে আবার উৎসবে মাতল ফরচুন বরিশাল। পরপর দুবার তারা ঘরে তুলল বিপিএলের ট্রফি। একইসঙ্গে তাদের প্রাপ্তি বড় অঙ্কের অর্থ পুরস্কার। ফাইনালে হেরে যাওয়া চিটাগংয়ের অর্থযোগও কম নয়।সব মিলিয়ে বিপিএলের সমাপনী দিনে দেওয়া হলো ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার। গত আসরের চেয়ে যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি। এছাড়া এবার প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে দশ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একনজরে দেখে নেওয়া যাক পকেটে গেল যত টাকা:

দল- চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেছে আড়াই কোটি টাকা। রানার্সআপ চিটাগং পেয়েছে দেড় কোটি। তিনে থেকে টুর্নামেন্ট শেষ করা খুলনা ৬০ লাখ এবং চারে শেষ করা রংপুর পেয়েছে ৪০ টাকা।  টুর্নামেন্ট সেরা- আসর জুড়ে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ ম্যাচে ব্যাট ৩৫৫ রান এবং বল হাতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন খুলনা টাইগার্সের অধিনায়ক। ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেলেন তিনি।  সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী- এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে আসরে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম শেখ। আর ২৫ উইকেট নিয়ে আসরের সেরা উইকেটশিকারি তাসকিন আহমেদ। দুই জনই ট্রফির পাশাপাশি পেলেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট- লিগপর্ব থেকে ঢাকা ক্যাপিটালস বাদ পড়লেও ব্যাট হাতে আসরের শুরু থেকেই ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করেন। আসরে সর্বোচ্চ ৩৬টি ছক্কার মালিকও তিনি। দারুণ পারফর্ম করে জিতেছেন বিপিএলের প্রথম ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার। ট্রফির সঙ্গে পেয়েছেন ৩ লাখ টাকা।  টুর্নামেন্ট সেরা ফিল্ডার- আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তার পকেটে গেছে ৩ লাখ টাকা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com