প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১৫ PM
চিটাগং কিংসের আশা গুঁড়িয়ে আবার উৎসবে মাতল ফরচুন বরিশাল। পরপর দুবার তারা ঘরে তুলল বিপিএলের ট্রফি। একইসঙ্গে তাদের প্রাপ্তি বড় অঙ্কের অর্থ পুরস্কার। ফাইনালে হেরে যাওয়া চিটাগংয়ের অর্থযোগও কম নয়।সব মিলিয়ে বিপিএলের সমাপনী দিনে দেওয়া হলো ৫ কোটি ৩১ লাখ টাকার অর্থ পুরস্কার। গত আসরের চেয়ে যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি। এছাড়া এবার প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে দশ ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একনজরে দেখে নেওয়া যাক পকেটে গেল যত টাকা:
দল- চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেছে আড়াই কোটি টাকা। রানার্সআপ চিটাগং পেয়েছে দেড় কোটি। তিনে থেকে টুর্নামেন্ট শেষ করা খুলনা ৬০ লাখ এবং চারে শেষ করা রংপুর পেয়েছে ৪০ টাকা। টুর্নামেন্ট সেরা- আসর জুড়ে দারুণ করেছেন মেহেদী হাসান মিরাজ। ১৪ ম্যাচে ব্যাট ৩৫৫ রান এবং বল হাতে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন খুলনা টাইগার্সের অধিনায়ক। ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেলেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারী- এক সেঞ্চুরির সঙ্গে তিন ফিফটিতে আসরে সর্বোচ্চ ৫১১ রান করেছেন খুলনার মোহাম্মদ নাঈম শেখ। আর ২৫ উইকেট নিয়ে আসরের সেরা উইকেটশিকারি তাসকিন আহমেদ। দুই জনই ট্রফির পাশাপাশি পেলেন ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।
ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট- লিগপর্ব থেকে ঢাকা ক্যাপিটালস বাদ পড়লেও ব্যাট হাতে আসরের শুরু থেকেই ছন্দে ছিলেন তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে এক সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে ৪৮৫ রান করেন। আসরে সর্বোচ্চ ৩৬টি ছক্কার মালিকও তিনি। দারুণ পারফর্ম করে জিতেছেন বিপিএলের প্রথম ইমার্জিং প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার। ট্রফির সঙ্গে পেয়েছেন ৩ লাখ টাকা। টুর্নামেন্ট সেরা ফিল্ডার- আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। তার পকেটে গেছে ৩ লাখ টাকা।