প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৯ PM
দীর্ঘ দশ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১০ বছর পর ঐতিহ্যবাহি এই সংগঠণের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রার্থী ভোটার ও সমর্থকদের মধ্যে চলছে উৎসাহ উদ্দীপনা ও টানটান উত্তেজনা। নির্বাচনে ২১ টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে দুজন প্রার্থী বিনা প্রতিদ্ব›দ্বীয়তায় নির্বাচিত হয়েছেন। এখন ১৯ টি পদের বিপরীতে ভোট গ্রহণ চলছে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭০৬ জন।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া ত্রিবার্ষিক নির্বাচনটি বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জিয়ারুল ইসলাম ও প্রহরি বিষয়ক সম্পাদক পদে আজগর আলী সুমন বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন আহবায়ক কমিটির সভাপতি আনোয়ারুল হক কালু বলেন, নির্বাচনকে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে এখানে আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দুএকটি ছোট খাটো সমস্যা ছাড়া এখন পর্যন্ত কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মাহবুব হাসান চান্দু বলেন, সকাল ৮ টা থেকে নির্বাচন শুরু হয়েছে। এক নাগাড়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রচুর। দীর্ঘদিন পর মেহেরপুর জেলার ঐতিহ্যবাহি সংগঠণ ব্যবসায়ী সমিতির এই নির্বাচনকে ঘীরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ভোট কেন্দ্রে ও ভোট কেন্দ্রের বাইরের পরিবেশ সুষ্ঠ সুন্দর রাখতে আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।