প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৯ PM
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলায় ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক দলের উদ্যােগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
উক্ত অনুষ্ঠানে জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু'র সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ওমর ফারুক শাফিন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসুল্লি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল কবীর মোনায়েম, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।