| শিরোনাম: |
ফ্যাসীবাদী সরকার পতনের পর গণ-অভ্যুত্থানের অন্তবর্তী সরকার দায়িত্ব আসলে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সরকারকে নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। আসন্ন সংসদ নির্বাচনের তারিখ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সবকটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরউদ্দিন দৈনিক সংবাদ প্রতিদিন কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার (১ ফ্রেব্রুয়ারি) কেন্দ্র থেকে ফরিদপুরের সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ফরিদপুরের নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন। এর মধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত (ফরিদপুর-১) আসন। এই আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. ইলিয়াছ মোল্লাকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর