মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
 
শিরোনাম:


ফরিদপুরে জামায়াতের ৪টি সংসদীয় আসনেরই প্রার্থী চূড়ান্ত
সালতা ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৬ PM

ফ্যাসীবাদী সরকার পতনের পর গণ-অভ্যুত্থানের অন্তবর্তী সরকার দায়িত্ব আসলে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সরকারকে নির্বাচনের তাগিদ দিয়ে আসছে। আসন্ন সংসদ নির্বাচনের তারিখ এখনো ঠিক না হলেও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সবকটিতে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। ফরিদপুর জেলা জামায়াতের আমীর মো. বদরউদ্দিন দৈনিক সংবাদ প্রতিদিন কে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রার্থী দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার (১ ফ্রেব্রুয়ারি) কেন্দ্র থেকে ফরিদপুরের সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ফরিদপুরের নয়টি উপজেলা নিয়ে চারটি সংসদীয় আসন। এর মধ্যে আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী এই তিন উপজেলা নিয়ে গঠিত (ফরিদপুর-১) আসন। এই আসনে ঢাকা জেলা শাখার সুরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. ইলিয়াছ মোল্লাকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণ করা হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামে। নগরকান্দা ও সালথা উপজেলা দুটি নিয়ে (ফরিদপুর-২) আসন। নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেনকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি নগরকান্দার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়িও তালমা এলাকায়। তিনি এর আগে নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ফরিদপুর সবচেয়ে গুরুত্বপূর্ন আসন সদর উপজেলা নিয়ে নিয়ে গঠিত (ফরিদপুর-৩) আসন। জামায়াতের কেন্দ্রিয় সুরা সদস্য ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াবকে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি বোয়ালমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ। ফরিদপুর শহরের লক্ষীপুরের বাসিন্দা। আব্দুত তওয়াব এর আগে ফরিদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন। এছাড়া ভাংঙা-সদরপুর-চরভ্রদাসন উপজেলা নিয়ে (ফরিদপুর-৪) আসন গঠিত। ভাংঙা উপজেলা জামায়াতের আমাীর মাওলানা সরোয়ার হোসেন কে এই আসনে প্রার্থী করা হয়েছে। তিনি ভাংঙা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি ভাংঙার মালিগ্রাম ইউনিয়নের পাঁচকুল গ্রামে। তিনি তারাইল আলীম মাদ্রাসার শিক্ষক।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নরসিংদীতে স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১
ইতালিতে প্রবাসীদের খিচুড়ি পার্টির আয়োজন
শেরপুরের গারো পাহাড়ে পিকনিক বাসের সাউন্ড বক্সের শব্দ দূষণে জীববৈচিত্র্য হুমকির মুখে
মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমান
‘মানচিত্রের কান্না’ বইয়ের মোড়ক উন্মোচন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মুন্না খানের কথায় বর্ষা চৌধুরী
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোরিয়া বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন
ত্রিশালে ব্যাডমিন্টন ফাইনাল খেলা
মিশা সওদাগর হয়ে ওঠার নেপথ্য কারিগর তার স্ত্রী মিতা
আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com