প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৭ PM
পুরান ঢাকা সাংবাদিক ফোরাম (পিডিএসএফ) এর সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান অপূর্ব ও নাসরিন জাহান মনির একমাত্র মেয়ে দিয়া জামান সুরমার অকাল মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর পুরান ঢাকার ইসলামপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি মো. জাফরুল আলম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, আরেক সহ-সভাপতি প্রদীপ বড়ুয়া, যুগ্ম সম্পাদক ফয়সাল তনু, কোষাধ্যক্ষ সুমন দত্ত, সদস্য আরমান বাদল। এছাড়া উপস্থিত ছিলেন জুয়েল হাওলাদার, রাজিব চৌধুরী, নয়ন, শাহিনসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের কল্যাণ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান। এসময় দিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সেই সাথে সংগঠনের প্রত্যেকের মৃত বাবা-মায়ের আত্মার শান্তি কামনা ও সংগঠনের সফলতার জন্যও দোয়া হয়। উল্লেখ্য, দিয়া জামান সুরমা গত ২৫ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যকালে দিয়ার বয়স হয়েছিল ১৪ ও রাজধানীর একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো দিয়া ।