প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৬:৪০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণার এক দিন পর সরকারের আশ্বাসে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষার্থীরা। বৈঠকের পর শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা কলেজের শিক্ষার্থী মইনুল ইসলাম। তিনি বলেন, আমাদের ছয় দফা দাবির প্রথম দিকের একটি দাবি গতকাল মেনে নেওয়া হয়েছে, সেজন্য সন্তোষ প্রকাশ করেছিলাম। বাকি পাঁচ দাবির জন্য গতকাল সন্ধ্যায় ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি বিবেচনা করবে।

এই শিক্ষার্থী বলেন, আমরা আমাদের আলটিমেটাম প্রত্যাহার করছি। কারণ, আমাদের ছয় দফা দাবির বেশির ভাগই স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা শুনেছেন। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো বিবেচনার বিষয়ে আশ্বস্ত করেছে, তাই আমরা কর্মসূচি প্রত্যাহার করলাম। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে নতুন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
গত রোববার সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি অসদাচরণ করেন বলে অভিযোগ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে গেলে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।