সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
 
শিরোনাম:


আওয়ামী লীগের সুবিধাভোগীরা দলে ভিড়তে চাচ্ছে, সতর্ক থাকুন: তারেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৭:১৭ PM

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী অনেকেই এখন বিএনপিতে ভিড়তে চাচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়নের কথা মনে রেখে শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়েছেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ৫ আগস্টের পর অনেকেই ভিড়তে শুরু করেছে, তারা ৫ আগস্টের আগে কী অত্যাচার করেছে তা ভুলে গেলে চলবে না। জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে হলে সতর্ক থাকতে হবে। যারা বিগত সময়ে নির্যাতন করেছে তাদের সুবিধা দিতে বিএনপি লড়াই করেনি, তাদের কাছে ভিড় করতে দেওয়া যাবে না।

আগামী নির্বাচন কঠিন হবে বলে আবারও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপিকে ভুল করলে চলবে না। জনগণ দেখিয়ে দেবে, যেমনটা ৫ আগস্ট করেছে। তাই জনগণের পাশে থাকার বিকল্প নেই। জনগণ যদি ক্ষিপ্ত হয় তাহলে স্বৈরাচার টিকতে পারে না, কেউ টিকতে পারে না। দিনশেষে জনগণের জয়ই হয়।

তারেক রহমান বলেন, জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরেছিলেন, তেমনভাবে রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলার সংকল্প থাকা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হলে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। যেখানে সবরকম সুবিধা ও নিরাপত্তা জনগণ ভোগ করবে। একটি জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্দিষ্ট সময়ের পর আইন মেনে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টেকনাফে ৬৯ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ২ জন আটক
ঝিনাইগাতীতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
আওয়ামীলীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে-সালাউদ্দিন আহমদ
নির্বাচন দেরি হলে ষড়যন্ত্রের ডালপালা বাড়তেই থাকবে: তারেক রহমান
বৈষম্যবিরোধীদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গাজীপুর সদরে আনন্দ মিছিল
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
শীতার্তদের পাশে ছাত্রদল: পিরুজালীতে শীতবস্ত্র বিতরণ
নরসিংদীতে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com