সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
 
শিরোনাম:


সংস্কারের সঙ্গে নির্বাচনের বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ২:২১ PM

সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে।

রোববার (১৯ জানুয়ারি) শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের ৮৯তম জন্য জন্মবার্ষিকী উপলক্ষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, চার সংস্কার কমিশন যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। বিএনপি বহু আগে থেকেই সংস্কারের কথা বলে আসছে। নির্বাচনের পর জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কারের বাকি কাজগুলো শেষ করবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থান নিবেদন করতে এসেছি। বাংলাদেশ বিনির্মাণের জিয়াউর রহমানের যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নে কাজ করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান তার শাসনামলে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছিলেন। কৃষিতে বিপ্লব বিপ্লব সাধন করেছিলেন এবং শিল্প কারখানা বিপ্লব সাধন করেছিলেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা উত্তর বিএনপি'র আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ দলটির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জিয়াউর রহমানের জন্মদিন উদযাপনে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বৈষম্যবিরোধীদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা
দেশের মানুষ আ. লীগকে ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবে না: মামুনুল হক
বাফটায় সেরা মাইকি ম্যাডিসন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯
পুরোনো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শ্রেষ্ঠত্ব অব্যাহত শিরিনের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গাজীপুর সদরে আনন্দ মিছিল
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
শীতার্তদের পাশে ছাত্রদল: পিরুজালীতে শীতবস্ত্র বিতরণ
নরসিংদীতে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com