প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৫১ PM
বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে স্মরণ করিয়ে দিতে লক্ষ্মীপুরে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী শহরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করেন। সকালে প্রধান অতিথি হিসেবে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ প্রমুখ।
পিঠা উৎসবে বাহারী শত রকমের পিঠার সমাহার নিয়ে ৫০টি স্টল অংশ নেয়। মুখরোচক পিঠার স্বাদ নিতে ও আনন্দ উদযাপনে শিশু-নারীসহ তরুণদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। পিঠা খেয়ে ও পরিবারের জন্য মজাদার কিছু পিঠা কিনে বেশ আনন্দিত বলে জানান তারা। আয়োজকরা বলেন, ১৫ বছর ধরে ধরে শিক্ষার্থী ও নতুন প্রজন্মের সঙ্গে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাদের এ আয়োজন।