সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
 
শিরোনাম:


রাজশাহীর কাছে বড় হার সিলেটের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩৫ PM

বিপিএলে দিনের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। আগে ব্যাট করে বিজয়ের ২২ বলে ৩২ আর রায়ান বার্লের ২৭ বলে ৪১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী। লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট ১৭.৩ ওভারেই অল আউট হয় ১১৯ রান করে, তাতে ৬৫ রানের বড় জয় নিশ্চিত হয় বিজয়দের।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় সিলেট। পল স্টার্লিংয়ের পর সাজঘরে ফিরে যান রনি তালুকদার। এরপর জর্জজ মান্সিকে নিয়ে দলের হাল ধরেছিলেন জাকির হাসান। তবে ২৮ বলে ৩৯ রানের ইনিঙ্ঘস খেলে আউট হন জাকির। দলীয় ৭১ রানে জাকির সাজঘরে ফেরার পরই মান্সিও আউট হন ২২ বলে ২০ রান করে। এরপর আর কেউই দলটির হাল ধরতে পারেননি, ব্যতিক্রম ছিলেন কেবল জাকের আলী অনিক। তিনি করেছেন ২০ বলে ৩১ রান। শেষ পর্যন্ত সিলেট থামে ১১৯ রানেই। এদিকে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রাজশাহীর স্কোরবোর্ডে ওঠে ২৯ রান। ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান মোহাম্মদ হারিস। আরে ওপেনার জিসান আলম করেছেন ১৮ বলে ২০ রান। এরপর অধিনায়ক বিজয়ের ২২ বলে ৩২ আর রায়ান বার্লের ২৭ বলে ৪১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে রাজশাহী।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com