সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
 
শিরোনাম:


তরুণ প্রজন্মকে পড়ালেখায় আরও বেশি গুরুত্ব দিতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৬:৩২ PM

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনও শেষ নেই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের একটি রিসোর্টে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পুনর্মিলনীতে তিনি এসব কথা বলেন। কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম। একসময় ঢাকার সবচেয়ে উঁচু প্রতিষ্ঠান ছিলেন। এ গৌরবটা যেনো আমরা না হারাই। তিনি বলেন, ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালীন ঢাকা কলেজের অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা, ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি,দেখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে ছাত্র জীবনে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।
পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও সদস্যসচিব মাজহারুল হক সোহাগ পরিচালনায় অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও সাংবাদিক শফিকুর রেহমান উপস্থিত ছিলেন। এদিকে এদিন বর্ণিল আয়োজন আর উচ্ছ্বাস আমেজে অনুষ্ঠিত হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানটি বিভিন্ন শিক্ষাবর্ষে কয়েক হাজার প্রাক্তন ছাত্ররা। কেউ আসেন স-পরিবারে, কেউ বন্ধুর দলে।গান-নাচ সহ নানা আয়োজনে মেতে উঠে অতিথিরা। এতে আয়োজনস্থল মিলনমেলায় পরিণত হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আতঙ্কিত হবেন না, তাদের হরতালে কিছুই হবে না: ডিএমপি কমিশনার
ডিআরইউকে ক্রোকারিজ উপহার দিল ‘ট্যাপট্যাপ সেন্ড’
‘ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন’
মসজিদ-অফিসে এসি ২৫ ডিগ্রি রাখার নির্দেশনা
যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গাজীপুর সদরে আনন্দ মিছিল
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
পূবাইলে জনতার হাতে ২ অপহরণকারী আটক
শীতার্তদের পাশে ছাত্রদল: পিরুজালীতে শীতবস্ত্র বিতরণ
নরসিংদীতে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com