মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
 
শিরোনাম:


তামিমের ফিফটিতে বরিশালের সহজ জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:৫৭ PM

ঢাকা-সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চট্টগ্রামে। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে ফরচুন বরিশাল মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। এবারের আসরে এখনো পর্যন্ত কেবল ১ ম্যাচে জয় পাওয়া ঢাকা আজ আগে ব্যাট করে পেয়েছিল ১৩৯ রানের সংগ্রজ। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালানের জোড়া ফিফটিতে সহজ জয় পেয়েছে বরিশাল। 

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বরিশাল। তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামা নাজমুল হোসেন শান্ত আউট হন ৩ বলে ২ রান করে। এদিকে শুরুতেই উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। 
শান্ত ফেরার পর ক্রিজে তামিমের সঙ্গী হন ডেভিড মালান। এ দুজন মিলে এরপর গড়েছিলেন ১১৭ রানের জুটি। ঢাকার বোলারদের সামলে ধীর-স্থির ভঙ্গিতেই খেলেছেন বরিশালের এ জুটি। পাওয়ার প্লে তে ৪৭ রান করা বরিশাল সহজেই লক্ষ্যের দিকে এগোতে থাকে। 

বরিশালকে জেতানোর পথে ফিফটি করেছেন তামিম। ৪৪ বলে ৫০ রান করেন তিনি। এরপর ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি আউট হয়েছেন থিসারা পেরেরার বলে বোল্ড হয়ে।  তবে তামিম সাজঘরে ফিরলেও জয় পেতে কোনো বেগ পেতে হয়নি বরিশালকে। মালানের ৪৯ এবং জাহানদাদ খানের ৪ বলে ১৩ রানের ইনিংসের সুবাদে ২৪ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে বরিশাল। এদিকে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি ঢাকা। দলটির কোনো ব্যাটারই আজ ভালো করতে পারেননি। ব্যতিক্রম ছিলেন কেবল ওপেনার তানজিদ তামিম, তাঁর ৪৪ বলে ৬২ রানের ইনিংসের সুবাদেই অল আউট হওয়ার আগে ১৩৯ রান করে ঢাকা।  







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নরসিংদীতে স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১
ইতালিতে প্রবাসীদের খিচুড়ি পার্টির আয়োজন
শেরপুরের গারো পাহাড়ে পিকনিক বাসের সাউন্ড বক্সের শব্দ দূষণে জীববৈচিত্র্য হুমকির মুখে
মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমান
‘মানচিত্রের কান্না’ বইয়ের মোড়ক উন্মোচন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মুন্না খানের কথায় বর্ষা চৌধুরী
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোরিয়া বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন
ত্রিশালে ব্যাডমিন্টন ফাইনাল খেলা
মিশা সওদাগর হয়ে ওঠার নেপথ্য কারিগর তার স্ত্রী মিতা
আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com