সোমবার ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৫ ফাল্গুন ১৪৩১
 
শিরোনাম:


‘নীতি-নৈতিকতার প্রশ্নে কখনো আপোস করে না জামায়াত’
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:৪২ PM

ক্ষমতায় যেতে না পারলেও জামায়াতে ইসলামী নীতি ও নৈতিকতার প্রশ্নে কোনো আপোস করে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মাগুরার নোমানী ময়দানে এক কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, অতীতে জামায়াত ক্ষমতায় যেতে না পারলেও একটি সরকারের আমলে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন। তাদের বিরুদ্ধে কেউ একটিও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তাই জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক সংগঠন।  শফিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে যে পরিমাণ টাকা পাচার হয়েছে তার প্রত্যেকটির হিসাব জনগণ বুঝে নেবে। এসব টাকা ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে।

জেলা আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন, যশোর জেলা শাখার সাবেক আমির মো. আজিজুর রহমান, মাগুরা জেলা শাখার সাবেক আমির আব্দুল মতিন, জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক ড. আলমগীর বিশ্বাস এবং কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য মাওলানা বদরুউদ্দিন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু'র সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য দেন- ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. আতাউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, গণঅধিকারের সভাপতি বরকতুল্লাহ, অমুসলিম সংগঠনের জেলা সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও ঢাকাস্থ মাগুরা ফোরামের পরিচালক ড. আলী আফজাল, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট শ্রমিক নেতা আলমগীর হাসান রাজু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আজমতউল্লাহ, সাবেক ছাত্রনেতা মো. আনিচুর রহমান, শ্রমিক নেতা অধ্যাপক মাওলানা মো. মশিউর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস প্রমুখ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাফটায় সেরা মাইকি ম্যাডিসন
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গ্রেপ্তার আরও ৫২৯
পুরোনো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শ্রেষ্ঠত্ব অব্যাহত শিরিনের
পরিবারসহ ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আতঙ্কিত হবেন না, তাদের হরতালে কিছুই হবে না: ডিএমপি কমিশনার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে গাজীপুর সদরে আনন্দ মিছিল
গাজীপুরে চার সাংবাদিকের ওপর হামলা, আটক এক
শীতার্তদের পাশে ছাত্রদল: পিরুজালীতে শীতবস্ত্র বিতরণ
নরসিংদীতে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
শেরপুরে চালকলের মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করায় পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com