মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
 
শিরোনাম:


ছুটিতে থাকা সেই রুবীর অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন!
পৃবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৫৪ PM

গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের বিতাড়িত প্রধান শিক্ষক রুবী আক্তারকে  অপসারণ ও পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেন তারা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।যদিও বিতর্কিত রুবী এই মূহুর্তে ৬ মাসের ছুটিতে আছেন। মানববন্ধন থেকে অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন বিতর্কিত প্রধান শিক্ষক রুবীর স্বামী জামান পার্শ্ববর্তী বাড়িয়া ইউনিয়নের আ'লীগের সহ-সভাপতি।রুবীকে পুনর্বহাল করতে দু'দলেরই কতিপয় নেতাকর্মী মরিয়া হয়ে কাজ করছে। যা আমরা মেনে নেবনা। রুবীর বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবী করছি।পুনর্বহাল করা হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

জানা যায়,গতকাল সোমবার সকাল ৯টা থেকেই আ'লীগ সিন্ডিকেটদের সাথে নিয়ে প্রধান শিক্ষকের চেয়ার দখলে ব্যাপক মহরা দেন রুবী।ওই সময় স্কুলশিক্ষক মজিবুর রহমানের সঙ্গে দুর্ব্যবহার করে তারা মাফ চান। শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করলে সাংবাদিকেরা ছবি ও ভিডিও ফুটেজ ধারণকরতে গেলে তাদেরকেও বাধা দেয়া হয়।প্রতিবাদে শিক্ষার্থীরা রুবীর অপসারণ ও পদত্যাগ চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে বিতাড়িত রুবী আক্তার বলেন সোমবার বিএনপির নেতাকর্মীরা আমাকে বিদ্যালয়ে এনে আমার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চেয়েছেন। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেনি।তাদেরকে ছুটি দেয়ায় ক্লাস বর্জন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল রানা বলেন অভিযোগ পেয়েছি।তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনার পলায়নের পর ২৫ আগষ্ট পূবাইল উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক রুবীকে বিতাড়ন করা হয়। তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা অফিসার ও ঢাকা শিক্ষা বোর্ড অফিসে অভিযোগ দায়ের করা হয়েছিল।তারপরও সোমবার সকালে স্বৈরাচারী পদ্ধতিতে  পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের ইচ্ছা আকাঙ্খাকে উপেক্ষা করে  অযোগ্য ও ক্ষমতার অপব্যবহার করে আ'লীগের সময়ে অবৈধ নিয়োগ পাওয়া সেই বিতর্কিত রুবী পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ার দখল করতে অপচেষ্টা চালায়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নরসিংদীতে স্ত্রীর হাতে স্বামী খুন, আটক ১
ইতালিতে প্রবাসীদের খিচুড়ি পার্টির আয়োজন
শেরপুরের গারো পাহাড়ে পিকনিক বাসের সাউন্ড বক্সের শব্দ দূষণে জীববৈচিত্র্য হুমকির মুখে
মেহেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, তিনটি ইটভাটা বন্ধ ঘোষণা, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমান
‘মানচিত্রের কান্না’ বইয়ের মোড়ক উন্মোচন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মুন্না খানের কথায় বর্ষা চৌধুরী
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোরিয়া বাংলা প্রেসক্লাবের কমিটি গঠন
ত্রিশালে ব্যাডমিন্টন ফাইনাল খেলা
মিশা সওদাগর হয়ে ওঠার নেপথ্য কারিগর তার স্ত্রী মিতা
আমিরাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স এসোসিয়েশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com