বুধবার ২৬ মার্চ ২০২৫ ১২ চৈত্র ১৪৩১
 
শিরোনাম:


ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:৫০ PM

হ্যাকাররা ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরি করায় মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৮ সালে ফেসবুকের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা প্রায় ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করায় মেটাকে ২৬ কোটি ৩০ লাখ ডলার জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)। ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন মূলত তথ্য সুরক্ষা আইন। এটি ব্যক্তিগত তথ্যের ওপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কঠোর সুরক্ষা ব্যবস্থা গ্রহণে বাধ্য করে।

ইউরোপের অন্যতম নিয়ন্ত্রক সংস্থাটির তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মেটা তথ্য সুরক্ষার ক্ষেত্রে একাধিকবার ইইউ জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (জিডিপিআর) আইন লঙ্ঘন করেছে। এ কারণে দীর্ঘ তদন্ত শেষে প্রতিষ্ঠানটিকে শুধু আর্থিক জরিমানাই নয়, আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের একটি কোডের ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকসেস টোকেন চুরি করে। এই টোকেনের মধ্যমে ২ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত বিভিন্ন তথ্য ও ছবি চুরি করেছিল, যার মধ্যে ৩০ লাখ অ্যাকাউন্ট ব্যবহারকারীই ছিলেন ইউরোপের বিভিন্ন দেশের।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা
টিকিট কালোবাজারি বন্ধ করতে পারলেই রেল লাভের মুখ দেখবে: রেলপথ উপদেষ্টা
সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

"ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি এবং গাজার উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ"
সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ
ত্রিশালে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
যুবদলের পরিচয় দিয়ে সিরিয়াল চাঁদাবাজি করা হাফিজ ওরফে ময়লা হাফিজ নামে এক চাঁদাবাজ গ্রেফতার
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com