প্রকাশ: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫৫ PM
এখানে জীবন নামের ডাকঘরে প্রতিনিয়ত ভেসে আসে টানাপড়েনের চিঠি,
তবুও অব্যক্ত চাওয়ারা সময়ে অসময়ে করে মিছিল
দিনশেষে প্রয়াত অপূর্ণতায় হাতড়ে বেড়ায় শূন্য অতীত।
তবুও আমরা মধ্যবিত্তের ঘরেই সুখী!
এখানে রুগ্ণ স্বপ্নেরা সুর তোলে ক্লান্তির স্বরে
পথেঘাটে অন্যায়ের বিপরীতে
মধ্যবিত্তরাই হুংকার তোলে ছোটখাটো
অধিকার আদায়ের আশা নিয়ে।
কিন্তু উদ্যত প্রতিবাদীরা ধসে পড়ে দুষ্কৃতির দাবানলে,
তবুও মধ্যবিত্তের অস্তিত্বেই আছে স্বাধীনতা!
এখানে ভালোবাসারা সংকল্পস্রোতে ভেসে
এসেও শত অপূর্ণতায় ছুঁই ছুঁই,
হাজারও মিল-অমিলের টানাপড়েনের
সম্মুখীন হয় ব্যর্থ প্রেমিক।
অবশেষে অঘোষিত ব্যথাদের নিয়ে
ঘর বাঁধে আধমরা প্রবীণ,
তবুও আমরা মধ্যবিত্তের প্রেমেই সুখী!